বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শত শত হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয়, দুদিন নয়; দীর্ঘদিন ধরে। শুধু ৩৬ দিন নয়, তারও আগে ১৫ বছর ধরে আমাদের ছাত্র-জনতা-শ্রমিকেরা প্রাণ দিয়েছে।”

রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে। আমাদের সামনে নতুন সুযোগ এসেছে আমাদের দেশকে নতুন করে তৈরি করার। আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছে। বারবার কারাগারে গেছে।”

আরো পড়ুন:

২০ শতাংশ শুল্ক দেশের জন্য ভালো খবর: ফখরুল

এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র ব্যাহত হয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, “আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন, একইসঙ্গে অনেক কষ্টের দিন। কারণ, এক বছর আগে এই দিন এই সময়টাতে আমরা আমাদের ভাইদের হারিয়েছিলাম। শত শত হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয়, দুদিন নয় দীর্ঘদিন ধরে। শুধু ৩৬ দিন নয়, তারও আগে ১৫ বছর ধরে আমাদের ছাত্র-জনতা-শ্রমিকেরা প্রাণ দিয়েছে।এই প্রাণ বিসর্জন দেওয়ার লক্ষ্য একটাই আমরা একটা সুন্দর আবাসভূমি চাই।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সঞ্চালনা করেন।

ঢাকা/রায়হান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ত র ক রহম ন ছ ত রদল দ ন নয় আম দ র ফখর ল

এছাড়াও পড়ুন:

রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার পৃথক সমাবেশ ও অনুষ্ঠান চলছে। এসব আয়োজনকে ঘিরে গতকাল শনিবারই সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি )। এর ফলে আজ রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। তাই নিত্য ও জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে হিমশিম খেতে হয়। তাঁদের দাবি, রাজনৈতিক দলগুলো যেন এমন বড় সমাবেশ ছুটির দিনে আয়োজন করে।

আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে, ছাত্রদল শাহবাগে সমাবেশ করছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান। এদিকে সকালের দিকে ছিল বিসিএস ও এইচএসসির পূর্বনির্ধারিত পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মহাখালীতে রওনা হয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী জান্নাতুল ফেরদৌস। বেলা তিনটার দিকে বিজয় সরণি পৌঁছান। সেখানে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেলা দুইটায় মহাখালীর উদ্দেশে রওনা দিয়েছি। প্রথমত, কোনো গাড়িই পাইনি। তারপরও যা পেলাম, সেটা নিয়মিত চলাচলের পথ না ধরে এদিক-ওদিক করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু শাহবাগ বন্ধ, গাড়ি নীলক্ষেত দিয়ে ধানমন্ডি দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিজয় সরণি দিয়ে এখন মহাখালী যাচ্ছে। যে পথেই যাচ্ছে, ওখানেই জ্যাম। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। ২০-২৫ মিনিটের পথ এক ঘণ্টার বেশি হয়ে গেছে, এখনো আমি পথে। কখন গন্তব্যে পৌঁছাতে, পারব জানি না।’

শাহবাগে বড় দুটি হাসপাতাল। অথচ আজ গণপরিবহন না থাকায় সেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশ ভোগান্তি পোহাতে হয়

সম্পর্কিত নিবন্ধ