৫ আগস্ট ঘিরে বিশেষ অভিযান, ঢাকায় আওয়ামী লীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার
Published: 3rd, August 2025 GMT
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেটা মোকাবিলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকিদের থানা–পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.
এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এর মধ্যে কতজন আওয়ামী লীগের নেতা–কর্মী, সেটা আলাদা করে জানানো হয়নি। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের গ্রেপ্তারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বাসায় বাসায় গিয়ে অভিযানঢাকার বাইরে বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত থেকে আওয়ামী লীগের পদধারী নেতাদের বাসায় বাসায় গিয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের পদে রয়েছেন এমন অনেক নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে ছবি রয়েছে এমন ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মানিকগঞ্জে অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার (৩৪) ও কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুল রশিদকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, ৫ আগস্টকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নানাভাবে তৎপর। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে দলটির কয়েক শ নেতা-কর্মীর ‘গোপন বৈঠকের’ খবর প্রকাশিত হয়েছে। পরে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বৈঠকে অংশ নেওয়া আরও চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এখন পর্যন্ত এ ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ছ ৫ আগস ট এল ক য় উপজ ল গতক ল আওয় ম সদস য
এছাড়াও পড়ুন:
নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি : মুজাহিদ মল্লিক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র জনসাধারণের মাঝে বিলি করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক ।
শুক্রবার (১ আগস্ট) মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুবাজার এলাকায় প্রচারপত্র বিলি করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ৩১ দফা হলো দেশ গড়ার, নতুন বাংলাদেশ করার আধুনিক ও মানসম্মত পরিকল্পনা। আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সব নির্যাতন সয়ে মাঠে ছিলাম। ভবিষ্যতে থাকব। সোনারগাঁবাসীর
উন্নয়নে কাজ করব।নিজ এলাকার জন্য নিজেকে বিলিয়ে দেব। নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা,জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া (সাবেক মেম্বার),সহসভাপতি ওসমান মিয়া (সাবেক মেম্বার), ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু,সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল রাহিম।