Samakal:
2025-05-06@00:34:16 GMT

স্থাপনায় বেহাল খাল

Published: 5th, May 2025 GMT

স্থাপনায় বেহাল খাল

মুন্সীগঞ্জ সদর উপজেলায় খাল দখল করে পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। কিছু নির্মাণাধীন। নির্মাণকাজের সুবিধার জন্য কালভার্টের মুখ ভরাট করে পানিপ্রবাহ বন্ধ করা হয়েছে।
এ চিত্র উপজেলার উত্তর কাজী কসবা গ্রামের। এ গ্রামের তোফাজ্জল হোসেন টেলি ভূঁইয়া ও শাহজালাল বেপারি কাজী কসবা খালে এসব স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
গতকাল সোমবার উত্তর কাজী কসবা গ্রামে গিয়ে দেখা যায়, সদর উপজেলা রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা গ্রামে তোফাজ্জল হোসেন টেলি ভূঁইয়া খালের পুরো অংশ দখল করে প্রশস্ত পাকা রাস্তা ও বাড়ির প্রধান ফটক নির্মাণ করেছেন। এর পাশেই খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় শাহজালাল বেপারি নামের এক ব্যক্তি। পাকা বিম করে ভবনের মেঝে ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
গ্রামবাসী জানান, দখলের কবলে পড়া খালটি সদর উপজেলার মীরকাদিম নদীবন্দর এলাকা থেকে উত্তর কাজী কসবা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সদর উপজেলার কাটাখালী খালের সঙ্গে মিলিত হয়েছে। এক সময় এই খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল করলেও বিভিন্ন স্থানে দখলের কারণে খালটি এখন মৃতপ্রায়। ইদানীং নৌযান না চললেও খাল দিয়ে অন্তত পানি প্রবাহিত হতো। কিন্তু প্রায় ৬ মাস আগে উত্তর কাজী কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার পশ্চিমে খালের পুরো অংশ দখল করে বাড়ির গেট ও রাস্তা নির্মাণ করেন তোফাজ্জল। তাঁর দেখাদেখি এ স্থাপনার পূর্বপাশে খালের বিস্তীর্ণ অংশ দখল করে পাকা ভবন নির্মাণ করছেন শাহজালাল। এভাবে খালের প্রায় ৮-১০টি স্থানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় কামরুল হাসান বলেন, খালটি দিয়ে পানিপ্রবাহের জন্য কয়েক বছর আগে উত্তর কাজী কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু সেই কালভার্টের মুখ পুরো ভরাট করে এখন ভবন নির্মাণ করা হচ্ছে।
অভিযুক্ত শাহজালাল বেপারির দাবি, তিনি যেখানে ভবন নির্মাণ করছেন, সেখানে তাদের জমি আছে এবং খালের জমিও আছে। তিনি বলেন, ‘আমি কন্ট্রাক্টরি করি। নির্মাণসামগ্রী রাখার জন্য একটি পাকা ঘর তুলতেছি।’
অভিযুক্ত তোফাজ্জল হোসেন টেলির বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দখল ন র ম ণ করছ ন ন ন র ম ণ কর সদর উপজ ল শ হজ ল ল র উপজ ল প রব হ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৬ মে ২০২৫)

আইপিএল ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে আছে একটি করে ম্যাচ।আইপিএল????

মুম্বাই ইন্ডিয়ানস–গুজরাট টাইটানস
রাত ৮টা  ???? স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ⚽

সেমিফাইনাল: ফিরতি লেগ
ইন্টার মিলান–বার্সেলোনা
রাত ১টা  ???? সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ