যশোরের ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা ইউপি সদস্য তোতা, ইউপি সদস্য খালেক, আওয়ামী লীগ নেতা হায়দার, মাখম ও মুকুল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকার বাহিরে অবস্থান করছিল তারা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন মামলার পলাতক আসামিরা একটি ফ্ল্যাটে জুয়ার আসরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমূলক একাধিক মামলা রয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে করেছে পুলিশ। তারা ঢাকায় এসে মিছিল করে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল। 

তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ