আশুলিয়ায় ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
Published: 7th, May 2025 GMT
সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এলাকাবাসীর ভাষ্য, আজ সকালেও রুবেলকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে, দুপুরে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত রুবেল একই গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মো.
আরো পড়ুন:
রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রসেনার কালো পতাকা মিছিল
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াগ্রামের দেউন এলাকার একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের মরদেহ দেখতে পান এলাকাবাসী। তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানান, রুবেল মন্ডলকে সকালেও এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন তারা। দুপুরে তার মরদেহদেহ পাওয়া যায়।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ উদ ধ র ত র মরদ হ
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে করেছে পুলিশ। তারা ঢাকায় এসে মিছিল করে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল।
তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা/এমআর/এস