সোহান-মাহিদুলের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙাল ‘এ’ দল
Published: 7th, May 2025 GMT
ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। বোলাররা বাকি কাজটা সারলেন অতি সহজে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আরেকটি ভালো দিন কাটাল বাংলাদেশ ‘এ’ দল।
ব্যাট-বলের উজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচ জিতে নিলো সহজে। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে ফেলল ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন এই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুজন চতুর্থ উইকেটে ২২৫ রানের জুটি গড়েছিলেন। তাদের ম্যারাথন ব্যাটিংয়ে ভর করে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৪৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাব দিতে নেমে নিউ জিল্যান্ড ‘এ’ দল গুটিয়ে যায় ২৫৭ রানে। ৮৭ রানের জয়ে দিনটা রাঙিয়েছে স্বাগতিক দল।
আরো পড়ুন:
পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি
র্যাংকিংয়ে জাদেজার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন মিরাজ
বিস্তারিত আসছে…
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অগ্নিকাণ্ড ঘটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে, গুজবে কান না দেওয়ার আহ্বান কর্তৃপক্ষের
পাবনার রূপপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে হয়েছে জানিয়ে এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার রূপপুরে দেশের একমাত্র পারমাণিক বিদ্যুৎকেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
রাশিয়ার সহায়তায় প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে, সেখান থেকে আগামী বছর বিদ্যুৎ পাওয়ার আশা করা হচ্ছে।
আজ শুক্রবার প্রকল্প এলাকায় অগ্নিকাণ্ড নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ২০ মিনিটে কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা ও ইছামতী নদীর পানিপ্রবাহ সচল রাখার জন্য তৈরি করা কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণকালে ছোট আকারের এক অগ্নিকাণ্ড ঘটে। ৪০ মিনিটের মধ্যে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বেলা ১টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
এই আগুনের কারণে প্রকল্পের কোনো ক্ষতি হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সবাইকে এই বিষয়ে বিভ্রান্ত ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি।’
আরো পড়ুন: রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও অপেক্ষা