টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া ছয়আনীপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে ও কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাহাদুর, বাসাইল পৌরসভার বর্নিকিশোরী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তায়েবুর রহমান ওরফে তুলা মিয়া এবং উপজেলার পূর্বপৌলীর বিলপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ও কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ মিয়া।

পুলিশ জানায়, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

আইভী কারাগারে

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, “টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর সদর থ ন আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

জামায়াত নেতাসহ তিনজনকে হাত-পা-মুখ বেঁধে টাকা মোটরসাইকেল লুট

বগুড়ার আদমদীঘিতে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে মারধর ও হাত-পা বেঁধে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তিরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী, তার ছেলে মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেন (১৯)।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি গোলাম রব্বানী ও তার ছেলে মনিরুজামান মারুফ দুপচাঁচিয়া সরদারপাড়া থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি মটপুকুর ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা গ্রামে সেতুর সামনে পৌঁছালে রশি দিয়ে তাদের পথরোধ করে ৭-৮ জন ছিনতাইকারী। তাদের মারধর করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর তার একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর আগে রাত সাড়ে ৮টায় একই স্থানে বকুল হোসেনকে ছিনতাইকারীরা বেঁধে মারধর করে খাদে ফেলে রেখে যায়। তার কাছ থেকেও একটি মোটরসাইকেল, আইফোন, ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। রাত ১২টা দিকে ভুক্তভোগীরা কৌশলে মুখ খুলে চিৎকার করলে গ্রামবাসী এসে তাদের উদ্ধার করেন। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক আইজিপিসহ তিনজনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে 
  • জামায়াত নেতাসহ তিনজনকে হাত-পা-মুখ বেঁধে মোটরসাইকেল-আইফোন লুট
  • জামায়াত নেতাসহ তিনজনকে হাত-পা-মুখ বেঁধে টাকা মোটরসাইকেল-আইফোন লুট
  • জামায়াত নেতাসহ তিনজনকে হাত-পা-মুখ বেঁধে টাকা মোটরসাইকেল লুট
  • কক্সবাজারে যুবলীগের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩
  • যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ দেখে তিনজন গ্রেপ্তার