ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলায় এনআরবিসি ব্যাংক
Published: 9th, May 2025 GMT
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত চার দিনব্যাপী মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তাফা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় এনআরবিসি ব্যাংকের স্টলটি আগামী ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এনআরবিসি ব্যাংকের স্টলে নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা, নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানানো এবং উদ্যোক্তা হতে ঋণসহ প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা সম্পর্কে অবহিত করা হবে।এছাড়া এনআরবিসি ব্যাংকের স্টলে এনআরবিসি ব্যাংকের ঋণ সহায়তায় গড়ে ওঠা দুজন নারী উদ্যোক্তার উৎপাদনকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে।
ঢাকা/সুমন/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সভা
এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা কোম্পানির বিপণন ও ব্যবস্থাপনা দলকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোম্পানির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। কোম্পানির বর্তমান পরিচালকদের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন এবং পুনর্নির্বাচিত হন। এ ছাড়া সভায় ২০২৫ সালের জন্য কোম্পানির নিরীক্ষক নিয়োগ করা হয়।