পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ মে) বেলা ১১ টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রাজেশ রাজশাহী জেলার পুটিয়া এলাকার শরৎ কুমার পালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাজেশ, তার এক চাচাতো ভাই ও ভগ্নিপতি কমল কুমার কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল ‘সাগর নীড়ে’ ওঠেন। আজ (শনিবার) সকালে তারা সমুদ্রে গোসলে নামেন। পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে একটু গভীরে গিয়ে ডুবে যায়। এসময় তার স্বজনদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজেশকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজেশের ভগ্নিপতি কমল কুুমার পাল জানান, সকালে তার তিনজনই সৈকতে গোসলে নামেন। এসময় রাজেশ সমুদ্রের গভীরে চলে গেলে তারা ডাকাডাকি শুরু করেন। তাদের সঙ্গে সৈকতে গোসলরত অপর পর্যটকরাও ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রাজেশকে উদ্ধার করে। পরে তিনিসহ স্থানীয় বেশ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মো.

সবুর মিয়া বলেন, “সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকিতে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এক পর্যটককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশ হস্তান্তর করি।”

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,  ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে লাশ গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/ইমরান/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নাক ভেঙেছে আদাহর

‘দ্য কেরালা স্টোরি’ তারকা আদাহ শর্মা নাকে আঘাত পেয়েছেন। তার পরবর্তী অ্যাকশন ঘরানার সিনেমার প্রস্তুতি নেওয়ার সময়ে আহত হন এই অভিনেত্রী। নিউজ১৮ এ খবর প্রকাশ করেছে। 

একটি সূত্র বলেন, “সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে নানচাক প্রশিক্ষণ নিচ্ছেন আদা শর্মা। মধ্যরাতে অনুশীলনের সময়ে তার নাকে আঘাত লাগে, এতে তার নাক ভেঙে গেছে।”   

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে আদা শর্মা বলেন, “ব্যথা ক্ষণস্থায়ী। কিন্তু সিনেমা চিরকালের। আমি এখন সত্যিই একজন অ্যাকশন নায়িকার মতো দেখতে। যে রাতে আঘাত পেয়েছি, পরের দিন একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিওর শুটিং করেছি। ফোলাভাব লুকাতে আইস প্যাক ব্যবহার করি এবং প্রচুর মেকআপ ব্যবহার করেছিলাম।” 

আরো পড়ুন:

ছেলের পরিচয়পত্রে কেন ধর্ম উল্লেখ করেননি বিক্রান্ত?

স্বরাষ্ট্রমন্ত্রীর নাতির সঙ্গে প্রমোদতরীতে ছুটি কাটাচ্ছেন তারা সুতারিয়া!

আদা শর্মার পরবর্তী সিনেমার বিষয়ে তেমন কিছু জানা যায়নি। সূত্র বলছে, “আদা শর্মা এতে এমন কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন যা আগে কখনো দেখা যায়নি। এই সিনেমা তার ‘কমান্ডো টু’, ‘কমান্ডো থ্রি’ এর কাজের চেয়েও বেশি কিছু হবে বলে আশা করা হচ্ছে।” 

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা আদা শর্মার। ২০০৮ সালে ‘১৯২০’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর কয়েক বছরের বিরতি নিয়ে নেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘হার্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আদা। 

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আদা শর্মা। এ তালিকায় রয়েছেন— ‘হাসি তো ফাঁসি’, ‘কমান্ডো টু’ প্রভৃতি। তবে ২০২৩ সালে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। বিতর্কিত এ সিনেমা মুক্তির পর আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • দোহারে বিএনপি নেতা হারুনকে গুলি করে হত্যা
  • নাক ভেঙেছে আদাহর
  • সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে: সারজিস
  • পটিয়ায় ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০
  • সোনারগাঁয়ের রাস্তার প্রশস্তকরণ কাজের পরিদর্শনে ইউএনও
  • চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
  • ৭.৬৫ বোরের আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
  • লায়ন কুতুব উদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ
  • আদালতে চুপ মমতাজ, হাসিমুখে ছিলেন সাবেক এমপি তুহিন
  • ফতুল্লায় এক পোশাক কারখানার শ্রমিক অসন্তোষে বন্ধ হলো ৮ কারখানা