কোহলিকে অনুরোধ করেনি বিসিসিআই বরং ‘আনফিট’ বলেছে
Published: 12th, May 2025 GMT
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। আকস্মিক অবসরে অল্পের জন্য টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা হলো না তার।
কোহলি আইপিএল চলাকালে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তার অবসর নিতে চাওয়ার সিদ্ধান্তের কথা জানান। রোহিত শর্মা অবসর নেওয়ার পর বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। তবে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছিল, কোহলিকে অবসর থেকে ফিরে আসার অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার অভিজ্ঞতা দলের দরকার হবে। কারণ এরই মধ্যে রোহিত শর্মা ও রবিশচন্দন অশ্বিন টেস্ট থেকে অবসর নিয়েছেন। টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে বসতেও চেয়েছিল।
কিন্তু ভারতের সংবাদ মাধ্য দৈনিক জাগরণ বিসিসিআই-এর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিরাট কোহলিকে তার টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার কোন অনুরোধ বোর্ড করেনি। বরং গত ৭ মে মুম্বাইয়ে বোর্ডের সঙ্গে এক বৈঠক করেন কিংবদন্তি বিরাট। সেখানে তাকে টেস্ট দলে ‘আনফিট’ বলা হয়।
সূত্র দৈনিক জাগরণকে বলেছে, ‘বিসিসিআই কাউকে কোন ধরনের অনুরোধ করেনি। অবসর একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা (বোর্ড) এতে হস্তক্ষেপ করতে পারিনা।’ সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের বৈঠকে মুখের ওপর রোহিত শর্মা ও বিরাটকে টেস্ট দলের জন্য আনফিট বলা হয়।
বিরাট কোহলি ১৪ বছরের ক্যারিয়ারে ১২৩ টেস্ট খেলেছেন। টেস্টে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ৯২৩০ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি। হাফ সেঞ্চুরি করেছেন ৩১টি। কোহলির অবসরের পেছনে গৌতম গম্ভীরের সঙ্গে পুরনো দ্বন্দ্বের জের থাকতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল ব স স আই ব স স আই অন র ধ
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০ হাজার রান থেকে একটু দূরে থাকা এই তারকা ক্রিকেটারের অবসর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের কাছে আশ্চর্যের ছিল না।
“শকিং নিউজ না। এই অধিকার আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। সে যথেষ্ট ম্যাচিউরড। আমার বলার থেকে তার সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।”
সোমবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। কোহলির টেস্ট ক্রিকেট ছাড়া নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি।
আরো পড়ুন:
শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়
২৪ ইনিংসে মাত্র ১ ফিফটি, তবুও বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক?
ভারতের সঙ্গে খেলা হলে কোহলিকে মিস করবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, “একটা সময় তো প্রতিটা খেলোয়াড়ের অবসরে যেতে হয়, কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করবো আমি যেহেতু অনেকদিন খেলেছি।’’
কোহলির সঙ্গে লিটনের অনেক কথাই হয়। তার মতে মাঠে কোহলি যেমন ক্ষ্যাপাটে মাঠের বাইরে ততটা শান্ত, “মেমরি বলতে প্লেয়ারদের সঙ্গে কথোপকথন হয়। সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখায়। শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।’’
শুধু তাই নয় লিটন মনে করেন কোহলি টেস্ট ক্রিকেটের অ্যাগ্রেশন পরিবর্তন করে দিয়েছেন, “সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ভারতের জন্য না। ওভারঅল টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার এটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। এরকম একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল