জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান
Published: 13th, May 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১১টি শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এসময় তিনি বলেন, “বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তার সামর্থ্যে মধ্যে শহীদ পরিবারগুলোর জন্য যা করণীয় সে বিষয়ে বদ্ধপরিকর। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শরীয়তপুরের ১১টি পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। যখনই যেই মন্ত্রণালয় থেকে সহযোগিতা আসবে তা শহীদ পরিবারের মাঝে দেওয়া হবে।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, জেলা সমাজসেবার উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিন্টু প্রমুখ।
ঢাকা/আকাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব র র ম ঝ
এছাড়াও পড়ুন:
শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন সাখাওয়াত-টিপু
শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মাসদাইর মহাশ্মশান মহামায়া সেবাশ্রমের উদ্যোগে বস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ।
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের মাসদাইর মহাশ্মশান পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তাঁরা প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।
মাসদাইর মহাশ্মশান মহামায়া সেবাশ্রম উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি এবং লুঙ্গি তাদের মাঝে বিতরণ করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহাসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।