কিলিয়ান এমবাপ্পে ও পিএসজির লড়াইয়ে এবার নতুন এক অধ্যায় যোগ হয়েছে। যে অধ্যায়ে প্যারিসের ক্লাবটি তাদের সাবেক খেলোয়াড় এমবাপ্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে কোটি কোটি ইউরোর মানহানি মামলা করেছে পিএসজি।

ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত গতকাল খবর দিয়েছে, পিএসজি প্রথমে আদালতে একটি আবেদন করে যে এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দ করে রাখার যে আদেশ দিয়েছেন, সেটা যেন তুলে নেন।

পিএসজির দাবি, এমবাপ্পে তাদের কাছ থেকে কোনো অর্থ পাবেন না। তারাই বরং এমবাপ্পের কাছে ৯ কোটি ৮০ লাখ ইউরো পাবে। এই অর্থ পিএসজি মূলত দাবি করেছে ক্লাবের মানহানির ক্ষতিপূরণ হিসেবে। এর জন্য পিএসজি একটি ক্ষতিপূরণ মামলাও করেছে বলে জানিয়েছে আরএমসি স্পোর্ত।

পিএসজি থেকে বলা হচ্ছে, এমবাপ্পে যে তাদের কাছে পাওনা হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো দাবি করছেন, সেটার দ্রুত নিষ্পত্তি চায় তারা। কিন্তু এ ব্যাপারে এমবাপ্পের দিক থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছিল, ২৬ মে পরবর্তী শুনানির দিনই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে বসল।

তবে এমবাপ্পের এ নিয়ে কোনো ভয় নেই বলেই দাবি করেছেন তাঁর আইনজীবী। আইনজীবীর কথা, সবকিছু তাঁদের পক্ষেই আছে।

আরও পড়ুনএমবাপ্পে ক্ষমা চেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন১৪ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমব প প র প এসজ

এছাড়াও পড়ুন:

সাবেক সংসদ সদস্য শামীমা ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী কারাগারে

পৃথক দুটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শনিবার এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে আদালতে হাজির করে পল্টন থানা–পুলিশ। আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দিকে রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে আদালতে হাজির করে পুলিশ। তাঁর আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীমা আক্তার খানম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) কাজ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে ২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • আইনজীবীদের দুয়োধ্বনি, দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ
  • মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ২১ দিনে শেষ, রায় শনিবার
  • হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম
  • মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
  • মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
  • মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন
  • বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আরও ৪০ জনের জামিন মঞ্জুর
  • সাবেক সংসদ সদস্য শামীমা ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী কারাগারে