ইনস্যুরেন্স একাডেমিতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ডিপ্লোমা, মেয়াদ এক বছর
Published: 16th, May 2025 GMT
বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমিতে ২০২৫ শিক্ষাবর্ষে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ডিপ্লোমা কোর্স ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বিমা শিল্পে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সহযোগিতায় ভর্তির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—
প্রোগ্রামের বিবরণ—১. কোর্সের মেয়াদ: ১ বছর।
২. আসনসংখ্যা: ৪০।
ভর্তির যোগ্যতা—১.
২. অর্থনীতি অথবা বাণিজ্য অনুষদভুক্ত বিষয়ে জিপিএ ৩.০০সহ স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে। তবে এইচএসসি স্তরে গণিতসহ জিপিএ ৪.০০ প্রাপ্তরা অগ্রাধিকার পাবে।
৩. ব্যাংক/বিমা/অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি যাদের স্নাতক ডিগ্রি রয়েছে, তারাও আবেদন করতে পারবে। তবে এইচএসসি স্তরে গণিতসহ জিপিএ ৪.০০ প্রাপ্তরা অগ্রাধিকার পাবে।
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ১৪ মে ২০২৫আবেদন সংগ্রহ ও জমা—প্রার্থীকে একাডেমির ওয়েবসাইট www.bia.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদন ফির টাকা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি ৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ এই ঠিকানায় জমা দিতে হবে।
ভর্তির বিস্তারিত তথ্য —১. আবেদনের শেষ তারিখ: ২৯ মে ২০২৫।
২. আবেদন ফি: এক হাজার টাকা।
*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.bia.gov.bd
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিকসে মাস্টার্স, মেয়াদ ১৮ মাস১৩ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ২২ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে তৃতীয় দিন আজ বৃহস্পতিবার আরও ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদে ২ জন এবং অন্যান্য পদে ১৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, এখন পর্যন্ত ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন রয়েছেন।
বৃহস্পতিবার পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে কোন পদে জমা দিয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এ ছাড়া হলের ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৮টি হল থেকে ২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির অভিযোগ, বর্তমান ভোটকেন্দ্রগুলো হল থেকে দূরে থাকায় নারী শিক্ষার্থীদের ভোটদানে আগ্রহ কমে যাবে।
আজ মধুর ক্যানটিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, যারা নারী নেতৃত্ব চায় না, তারা প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।
আবু বাকের মজুমদার নির্দিষ্ট কয়েকটি ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের প্রস্তাব দিয়ে বলেন, সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসির পরিবর্তে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের ভোটকেন্দ্র টিচার্স ক্লাবের পরিবর্তে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এবং রোকেয়া হল ও শামসুন্নাহার হলের জন্য টিএসসি বা বিকল্প কেন্দ্রে স্থাপন করা হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুনডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ ১৫৭ জন১২ আগস্ট ২০২৫