Samakal:
2025-05-21@00:41:51 GMT

ছোট হয়ে আসছে দেওয়ানগঞ্জ

Published: 20th, May 2025 GMT

ছোট হয়ে আসছে দেওয়ানগঞ্জ

ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে দেওয়ানগঞ্জের মানচিত্র। বছরের পর বছর চলছে ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর ভাঙন। নাব্য হ্রাস, নদীর তলদেশ ভরাট, নদী থেকে বালু উত্তোলনসহ বেশ কিছু কারণে নদনদী ভাঙছে। নদীতে চলে যাচ্ছে বসতভিটা-ফসলি জমি। প্রতি বছর বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য পরিবার।
দেওয়ানগঞ্জ উপজেলার সন্নাসীরচর থেকে ব্রহ্মপুত্র নদের একটি শাখা যমুনা নামে ভাটিতে বয়ে গেছে। যার পশ্চিমে গাইবান্ধার ফুলছড়ি এবং পূর্বে জামালপুরের দেওয়ানগঞ্জ। যমুনার ভাঙনের শিকার হচ্ছে এই দুই উপজেলা। অব্যাহত ভাঙনে নদীতে চলে গেছে দেওয়ানগঞ্জের খোলাবাড়ী, ডাকাতিয়া, কেল্লাকাটা, বওলাতলী খানপাড়া, বড়খাল, হলকারচর, চাকুরিয়া গ্রাম। বিলীন হয়েছে চিকাজানী, চুকাইবাড়ী ইউনিয়ন দুটির বেশির ভাগ অংশ। তবে কালের বিবর্তনে নদীর বুকে জেগে ওঠা চরে বসতি গড়েছে ইউনিয়ন দুটির বেশ কিছু পরিবার। বাকি অংশে নদী ও বালুচর।
একইভাবে ব্রহ্মপুত্র নদের ভাঙন চলছে অন্তত পাঁচ যুগ ধরে। অব্যাহত ভাঙনে সানন্দবাড়ী ও ডাংধরা ইউনিয়নের মোল্লারচর, চিথুলিয়া, বাহির পশ্চিমপাড়া, পাটাধোয়াপাড়া, মুন্সিপাড়া, চুনালিপাড়া, মণ্ডলপাড়াসহ বেশ কিছু গ্রাম বিলীন। আগে যেখানে গ্রাম ছিল, আজ সেখানে নদী ও বালুচর। বালুচর হওয়ায় কোনো ফসল চাষ হচ্ছে না। সে কারণে জেগে ওঠা চরে গড়ে ওঠেনি বসতি।
বিষয়টি নিয়ে কথা হয় নদী রক্ষা কমিশন জামালপুর জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিমের সঙ্গে। তাঁর ভাষ্য– নাব্য হ্রাস, নদীর তলদেশ ভরাট, নদী থেকে বালু উত্তোলনসহ কয়েকটি কারণে নদনদী ভাঙছে। তার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্নীতিও একটা কারণ। জামালপুর জেলার মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা নদীবিধৌত। প্রতিবছর এ উপজেলায় ব্রহ্মপুত্র ও যমুনার অবিরত ভাঙন দেখা দেয়। ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে উপজেলার মানচিত্র। ভাঙন রোধ না করা হলে এক সময় পুরো দেওয়ানগঞ্জ নদীতে চলে যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে রয়েছে পোল্যাকান্দি নামাপাড়া, মণ্ডলবাজার কাজলাপাড়া, ফারাজীপাড়া, চরপোল্যাকান্দি, পূর্ব পাটাধোয়াপাড়া, পশ্চিমপাড়া, পূর্ব মণ্ডলপাড়া, মৌলভীরচর। যমুনা নদীর ভাঙনের মুখে রয়েছে খোলাবাড়ীর অবশিষ্ট অংশ, চরমাগুরীহাট, হাজারীগ্রাম, চরডাকাতিয়াপাড়া, খানপাড়া, মাঝিপাড়া, বড়খালসহ বেশ কয়েকটি গ্রাম। চলতি বছর বর্ষা শুরু না হতেই চরডাকাতিয়াপাড়া, খানপাড়া, মাঝিপাড়া ও বড়খালের বেশ কিছু অংশে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে অর্ধশতাধিক বসতবাড়ি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কিছু স্থাপনা নদীতে বিলীন। নদীতে চলে গেছে শতাধিক বিঘা আবাদি জমি।
কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদের সঙ্গে। তিনি বলেন, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে প্রতিবছর কয়েকশ বিঘা আবাদি জমি বিলীন হয়। আগে এসব জমিতে ধান, পাট, ভুট্টা, আখসহ বিভিন্ন ফসল চাষ করতেন কৃষক। প্রতিবছর ভাঙনে হ্রাস পাচ্ছে এ উপজেলার আবাদি জমি।
ইতোমধ্যে ব্রহ্মপুত্র নদে নাব্য ফেরাতে খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় দেওয়ানগঞ্জের পোল্যাকান্দি নামাপাড়া, পোল্যাকান্দি ব্রিজ-সংলগ্ন এলাকা ও মণ্ডলবাজার পয়েন্টে খননকাজ চলমান। এসব স্থানে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। তবে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ভাঙনের ঝুঁকিতেই থেকে যাচ্ছে দেওয়ানগঞ্জ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙন চলছে। নদীভাঙনে নিঃস্ব মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে। ফসলি জমি কমছে, কমছে খাদ্যদ্রব্য ও অর্থকরী ফসলের উৎপাদন। বাড়ছে বেকারত্ব। ছোট হয়ে আসছে দেওয়ানগঞ্জের মানচিত্র। এর পরও ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বড়খাল গ্রামের শফিকুল ইসলাম বলেন, বড়খাল একটি বৃহৎ গ্রাম। গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী কয়েক দশক ধরে ভাঙছে। এ গ্রামের তিন-চতুর্থাংশ নদীতে চলে গেছে। বসতভিটা ও আবাদি জমি হারিয়েছে কয়েকশ পরিবার। ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে যেভাবে ভাঙছে, অবশিষ্ট গ্রামটুকুও রক্ষা হবে না। রাক্ষুসী যমুনায় বিলীন হয়ে যাবে হাজারো মানুষের স্বপ্ন। দেওয়ানগঞ্জের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে বড়খাল নামের গ্রামটি।
খোলাবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন জানান, খোলাবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রাম ইতোমধ্যে যমুনায় চলে গেছে। ভিটেমাটি, আবাদি জমি হারানো মানুষ যে যার মতো বিভিন্ন স্থানে গিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। নদীতে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা আবাদি জমি। প্রতিবছর ভাঙনের ফলে নদী এগিয়ে যাচ্ছে দেওয়ানগঞ্জ সদরের দিকে। সংকুচিত হচ্ছে এ উপজেলার আয়তন। দেওয়ানগঞ্জকে বাঁচাতে যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙন স্থায়ীভাবে রোধ করার দাবি জানান তিনি।
সানন্দবাড়ী এলাকার পশুচিকিৎসক হারুন অর রশিদ বলেন, নদী ভাঙনের ফলে শুধু মানুষের ক্ষতি হচ্ছে ব্যাপারটা এমন নয়। এতে ক্রমেই ছোট হয়ে আসছে এ উপজেলার মানচিত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় মোট জমির পরিমাণ ৬৯ হাজার ৪৯৮ একর। তার মধ্যে বিরাট একটা অংশ নদীতে চলে গেছে। ফলে সংকুচিত হয়ে এসেছে এ উপজেলার মানচিত্র। নদনদীর ভাঙনরোধে স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়নের বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খানের ভাষ্য, চলতি বছর অসময়ে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙনকবলিত চরডাকাতিয়া ও খানপাড়া গ্রামে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হয়েছে। ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য সমীক্ষা সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই প্রকল্প তৈরি করা হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এ উপজ ল র ব ল ন হয় ছ ট হয়

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২১ মে ২০২৫)

বাংলাদেশ–আরব আমিরাতের সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টি আজ। আইপিএলে আছে মোস্তাফিজের দল দিল্লির ম্যাচ। রাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল।৩য় টি–টোয়েন্টি

বাংলাদেশ–আরব আমিরাত
রাত ৯টা, টি স্পোর্টস

২য় বেসরকারি টেস্ট–১ম দিন

বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’
সকাল ১০টা, টি স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

ঢাকা আবাহনী–চট্টগ্রাম আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

পুলিশ এফসি–ফর্টিস এফসি
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল

মুম্বাই ইন্ডিয়ানস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

পিএসএল

১ম কোয়ালিফায়ার
কোয়েটা গ্ল্যাডেয়েটর্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৮–৩০ মি., নাগরিক টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর–আল খালিজ
রাত ১০–১০ মি., সনি স্পোর্টস টেন ৫

আল ওয়েহদা–আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ৫

মেয়েদের ১ম টি–টোয়েন্টি

ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ১

উয়েফা ইউরোপা লিগ

ফাইনাল
টটেনহাম–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ