সিলেটে ভারত সীমান্তের অভ্যন্তরে গাছে ঝুলছিল বাংলাদেশি যুবকের লাশ
Published: 19th, June 2025 GMT
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছে জাকারিয়া আহমদ (২৫) নামের এক বাংলাদেশি তরুণের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের ওপারে লাশটি পাওয়া যায়। ভারত সীমান্তের ভেতরে হওয়ায় বিজিবি ও পুলিশ এখনো লাশটি উদ্ধার করতে পারেনি।
নিহত জাকারিয়া আহমদ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী লামা গ্রামের আলাউদ্দিনের ছেলে। বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁর লাশ ওই গাছে ঝুলছিল। পুলিশ ও বিজিবি তাঁর লাশ ফেরত আনতে স্বজনদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া আহমদ সম্প্রতি বিয়ে করেন। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র উৎমাছড়া-সংলগ্ন এলাকায়। আজ সকাল ৬টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ভারত সীমান্তের ১২৫৭ নম্বর খুঁটির কাছে একটি গাছের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়।
উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, সীমান্ত এলাকার বিষয়গুলো বিজিবির সহায়তা নিয়ে করতে হয়। যেহেতু ঘটনাটি ভারত সীমান্তের অভ্যন্তরে, যার কারণে পুলিশ কিংবা বিজিবি ঘটনাস্থলে যেতে পারছে না। বিজিবি সদস্যরা এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করতে পরামর্শ দিয়েছেন। জিডির পর সেই সূত্র ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে লাশটি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ ভারত সীমান্তের প্রায় ২০ থেকে ২৫ গজ অভ্যন্তরে আছে। লাশটি ফিরিয়ে আনার পর ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির সোনারগাঁ থানা শাখার সেক্রেটারি ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমদ মুন্সি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার তাঁর প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।
এই উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় উদ্ববগঞ্জের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহা. মনির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাহমুদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুহা. মামুন রানা এবং যুব আন্দোলনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ জুলাই সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন ফারুক আহমদ মুন্সি এবং সঞ্চালনা করেন নির্বাচন সমন্বয়কারী মুহা. ইয়াসিন প্রধান।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রার্থী ফারুক আহমদ মুন্সি বলেন, দল ও তৃণমূল কর্মীদের ভালোবাসায় আমি অভিভূত। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য আমি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ হাতপাখা প্রতীককে বিজয়ের প্রতীক বানিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, আমার প্রার্থিতা ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং এটি একটি আমানত। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।