বেপরোয়া চালাচ্ছিলেন হেলপার, বাস উল্টে নিহত যাত্রী
Published: 20th, June 2025 GMT
সিরাজগঞ্জের কাজিপুরে জেনিন পরিবহনের একটি বাস উল্টে একজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সোনামুখীতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত যাত্রীর নাম আইনুল হক (৬০) । তার বাড়ি কাজীপুরের সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি করছে।
কাজিপুর থানার ওসি নুর আলম জানান, কাজিপুর থেকে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে, ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হন। হতাহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি ঘটনাস্থলে উল্টে আছে। চালক-হেলপার দুর্ঘটনার পর পরই পালিয়েছে।
ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন বাসটি চালাচ্ছিলেন হেলপার। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জেনিন বাস কাউন্টার সার্ভিসের মালিক জেলা বাস মালিক সমিতির সভাপতি মিসবাহুল ইসলাম লিটনের মুঠোফোনে কল করলেও সাড়া মেলেনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ ন হত সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
‘সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ ভালো নির্বাচন’
অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
আরো পড়ুন:
‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”
“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।
এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।
ঢাকা/আসাদ/সাইফ