তারেক রহমানের দেশে আসার বিষয়ে প্রস্তুতি চলছে: আমীর খসরু
Published: 20th, June 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমানের জন্য পুরো দেশবাসী উন্মুখ হয়ে আছে। খুব শিগগির তিনি দেশে ফিরবেন।
শুক্রবার আসর নামাজের পর রাজধানীর কাঁটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পোস্টার বাতিল, নির্বাচন-সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।
কুলখানিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ অংশ নেন।
সরকার মানুষকে হতাশ করছে: আলাল
অন্তর্বর্তী সরকার পদে পদে মানুষকে হতাশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে আলাল বলেন, ১০ মাস শেষ হওয়ার পথে। আপনারা এখন পর্যন্ত জনগণকে তেমন কিছু দেখাতে পারেননি। ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে দুর্নীতি করছেন, মানুষের অধিকারবঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে নিজের লোকদের পুনর্বাসনের চেষ্টা করছেন। সাবধান হয়ে যান। আমাদের যেন শ্বেতপত্র প্রকাশ করতে না হয়।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে জনগণের দাবি পূরণ না হলে ফ্যাসিবাদের দোসররা কোথায়, কোন পর্যায়ে আছেন, সে তালিকা আমরা প্রকাশ করে দেব।
আয়োজক সংগঠনের সহসভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ত র ক রহম ন রহম ন
এছাড়াও পড়ুন:
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার ২ মন্ত্রীসহ নিহত ৮
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার ঘানার সরকার এ তথ্য জানিয়েছে।
বুধবার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস ডেব্রাহা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় আশান্ত অঞ্চলে দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ রয়েছেন।
ডেব্রাহা বলেছেন, “প্রেসিডেন্ট এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের কমরেড ও সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছেন।”
নিহতদের মধ্যে জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপংও রয়েছেন।
ঢাকা/শাহেদ