বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এর পরিমাণ ছয় হাজার কোটি টাকার কিছুটা বেশি।

আজ শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে এই অর্থ খরচ করা হবে।

বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে, এই অর্থসহায়তা মূলত সরকারি রাজস্ব সংগ্রহ ব্যবস্থা উন্নয়ন, করনীতির স্বচ্ছতা, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে সরকারি সেবায় ই-প্রকিউরমেন্ট চালুর মতো সংস্কারমূলক পদক্ষেপে খরচ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে। ৩০ জুনের আগেই বিশ্বব্যাংক ও এডিবির বাজেট সহায়তার অর্থ হাতে পাবে বাংলাদেশ। এর মানে, ৩০ জুনের আগে প্রায় ১০০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। এ ছাড়া আগামী সোমবার ঋণের দুই কিস্তির অর্থও অনুমোদন হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায়। কিস্তি অনুমোদন হলে সেখান থেকে মিলতে পারে আরও ১৩০ কোটি ডলার। অনুমোদনের দুই সপ্তাহের মধ্যে এই অর্থ বাংলাদেশ পাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। এই অর্থায়ন দেশের নীতিমালাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

বিশ্বব্যাংকের অর্থায়নের আওতায় যেসব মূল উদ্যোগ হবে—জাতীয় সংসদের মাধ্যমে কর অব্যাহতির সিদ্ধান্ত নেওয়াকে আরও স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনা; ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা; ২০২৭ সালের মধ্যে প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন জনগণের সামনে উন্মুক্ত করার কৌশল প্রণয়ন; সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক করার পাশাপাশি দরপত্র প্রক্রিয়ার আরও প্রতিযোগিতামূলক করা।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, এই অর্থায়ন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণে সরকারকে সহায়তা করবে। পাশাপাশি দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায় দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বব য ব যবস থ র অর থ সরক র

এছাড়াও পড়ুন:

শিল্পা শেঠির সঙ্গে তুলনা, কীভাবে সামলান বোন শমিতা?

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। অভিনেত্রী হিসেবে তারা দুজনেই মেধাবি। তবে শিল্পা তার ক্যারিয়ারকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেখানে ততটা সফল হননি শমিতা। ফলে বোনের সঙ্গে তুলনা ব্যাপারটি বরাবরই সামনে এসেছে। 

কয়েক দিন আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন শমিতা শেঠি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, শিল্পা শেঠির সঙ্গে তুলনা করার ব্যাপারটি কীভাবে সামাল দেন। এতে করে কী হতাশা চেপে বসে না? জবাবে শমিতা শেঠি বলেন, “এখন আর না!” তিনি আরো জানান, তার বোন শিল্পা শেঠি ‘হোলি কাউ’ আর নিজেকে তিনি ‘দুষ্টু মেয়ে’ বলে উল্লেখ করেন।

আরো পড়ুন:

গায়ক জুবিনের প্রেম জীবন

মাইনাস ১০ ডিগ্রিতে শুটিং, আহত সালমান

নিজেকে খুঁজে পাওয়া কঠিন ছিল। তা স্মরণ করে শমিতা শেঠি বলেন, “নিজেকে খুঁজে পাওয়াটাই কঠিন ছিল। কারণ জীবনের জার্নি আর অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজেকে আবিষ্কার করে থাকেন। কিন্তু যদি সবসময় মনে হয়—‘সম্ভবত, এটা আমার জন্য সঠিক নয়’ বা ‘এটা ভালো নয়’, তাহলে ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়। তখন আর বোঝা যায় না, আপনি কী হতে চান!”

শমিতা স্বীকার করেন, ছোটবেলায় তিনি দীর্ঘ সময় ধরে এই ধরণের বিভ্রান্তির মধ্যে ছিলেন। তবে এখন দৃশ্যপট বদলে গেছে। তিনি এখন আত্মবিশ্বাসী। তিনি জানেন, তিনি কী হতে চান, আর তাই এখন এসব তুলনা তাকে আর প্রভাবিত করে না বলেও জানান শমিতা।

শমিতা তার ছোটবেলায় কখনো এই অনুভূতিগুলো প্রকাশ করেননি। কিন্তু এখন যখন কেউ তাকে এই তুলনা নিয়ে প্রশ্ন করেন, তার একটাই উত্তর—“দুজন মানুষকে নিয়ে তুলনা করাটা বোকামি।” ব্যাখ্যা করে শমিতা শেঠি বলেন, “প্রত্যেকটি ব্যক্তিত্ব আলাদা। শুধু ভাই-বোন নয়, একই বাড়ির দুই সদস্যও একেবারে বিপরীত হতে পারেন। এটা শিল্পা আর আমার মধ্যেও রয়েছে। আমাদের প্রত্যেকের নিজস্ব শক্তির জায়গা আছে।”

শমিতা শেঠি তার ব্যক্তিগত জীবনটাও গুছিয়ে নিতে পারেননি। ৪৬ বছরের শমিতা এখনো অবিবাহিত। বলিউড অভিনেতা-মডেল রাকেশ বাপাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও এ সম্পর্ক টিকেনি। এই সম্পর্ককে ‘জীবনের মুছে ফেলা অধ্যায়’ বলে মন্তব্য করেছেন শমিতা।

২০০০ সালে ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা। এরপর ‘বেওয়াফা’, ‘ক্যাশ’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। পাশাপাশি টিভি রিয়েলিটি শো করেছেন তিনি। তাছাড়া কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন শমিতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ