লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু, সিরাজগঞ্জের বাড়িতে চলছে মাতম
Published: 21st, June 2025 GMT
লিবিয়াপ্রবাসী নাজমুল হোসেনের (২৫) সঙ্গে সর্বশেষ গত বৃহস্পতিবার মুঠোফোনে কথা হয় তাঁর স্ত্রী সুমি আক্তারের। এর মধ্যে গতকাল শুক্রবার ভোরে খবর আসে, রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নাজমুল। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। সেই থেকে অনবরত কান্না করে যাচ্ছেন সুমি।
নাজমুলের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া এলাকায়। সেখানে তাঁর পরিবারে মা–বাবা ও এক বোনের সঙ্গে স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে আছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া জামে মসজিদসংলগ্ন নাজমুলের বাড়িতে গিয়ে দেখা যায়, একা একা উঠানে খেলছে নাজমুলের শিশু ছেলেটি। শিশুটির দিকে অদূরে নজর রাখছেন তাঁর দাদা লোকমান হোসেন আর মামা রফিকুল ইসলাম।
নাজমুলের বাবা লোকমান বলেন, এক ছেলে ও মেয়ে নিয়ে তাঁদের ভালোই চলছিল। রায়গঞ্জ বাজারে কাঁচামালের ব্যবসা করেন তিনি। ছেলে নবম শ্রেণির ছাত্র অবস্থায় নাজমুল রায়গঞ্জ বাজারে কম্পিউটারে সেবা প্রদানের জন্য একটি দোকান দিয়েছিলেন। পরে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাসের পর বাবার ব্যবসায় সহায়তা করার কথা বলা হয়েছিল। তবে কথা শোনেননি নাজমুল। পরিচিত ও আত্মীয়দের পরামর্শে ভাগ্য বদলানোর উদ্দেশ্যে লিবিয়া যাওয়ার চেষ্টা করেন। প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে ২০২৩ সালের মাঝামাঝি পর্যটক ভিসায় লিবিয়ায় প্রবেশ করেন তিনি।
নাজমুলের স্ত্রীর ভাই রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বাধা দিতে পারি, এ জন্য নাজমুল লুকিয়ে লুকিয়ে বিদেশে যাওয়ার সব কাজ শেষ করেছে। এখন বোন আর ভাগনের কী হবে, এই চিন্তা করব, নাকি ভগ্নিপতির মরদেহ কীভাবে নিয়ে আসব সেই চিন্তা করব?’
খানিক এগিয়ে দেখা যায়, একটি ঘরে কাঁদছেন নাজমুলের মা ও স্ত্রী। মাঝেমধ্যে মূর্ছা যাচ্ছেন তাঁরা। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁদের শান্ত করার চেষ্টা করছেন।নাজমুলের মা জানান, এমন হবে জানলে আগে ছেলেকে ধারদেনা করে দূর দেশে পাঠাতেন না।
নাজমুলের স্ত্রী সুমি খাতুন বলেন, ‘বৃহস্পতিবার অনেক কথা হলো। ছেলে, সংসার আর আগামীর পথচলা নিয়ে অনেক কথা হলো। কিন্তু এরপর আর কথা হয়নি, কোনো দিন কথা হবেও না আর।’ এভাবে তাঁর চলে যাওয়া মানতেই চাইছেন না তিনি। এখন ছেলেকে নিয়ে কীভাবে বাঁচবেন উপস্থিত লোকজনের কাছে জানতে চান।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বুঝে না বুঝে ট্যুরিস্ট ভিসায় বিদেশে কাজ করতে গিয়ে বিপদে পড়ছেন জানিয়ে স্থানীয় শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক বলেন, লিবিয়ায় এমন ঘটনা বেশি হচ্ছে। এখন নাজমুলের মরদেহ দেশে আনতে পরিবারটির হিমশিম অবস্থা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠকে পুলিশি বাধা, সভা পণ্ড
কিশোরগঞ্জে হেযবুত তওহীদের একটি গোলটেবিল বৈঠক পুলিশের বাধার কারণে পণ্ড হয়ে যায়। কেন্দ্রঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা—তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শিরোনামে আজ সোমবার বেলা ১১টায় শহরের একটি রেস্তোরাঁর পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে।
আয়োজনের কয়েক দিন আগে থেকেই জেলায় কর্মরত সাংবাদিকদেরও দাওয়াত দিয়েছিল হেযবুত তওহীদ। সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠান সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়।
সংগঠন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে গোলটেবিল বৈঠক শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল। এ আয়োজনের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি জানিয়ে অনুষ্ঠান বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয় পুলিশ। এ সময় নেতারা বৈঠকে উপস্থিত লোকদের কাছে বিদায় নেওয়ার জন্য পুলিশের কাছে একটু সময় চান। তবে পুলিশ তাৎক্ষণিক সভা বন্ধ করতে বলে। ফলে হেযবুত তওহীদের নেতা-কর্মীরা বৈঠক করতে পারেননি। পরে সংগঠনের প্রচারপত্র বিতরণ করে উপস্থিতি লোকজনকে বিদায় দেন বৈঠকের আয়োজকেরা।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ অনুষ্ঠান করার জন্য প্রশাসনের কাছ থেকে হেযবুত তওহীদের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া সভা করা উচিত হয়নি। যে কারণে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক, ঢাকা দক্ষিণের সভাপতি তসলিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলার নারী সম্পাদক সাথী আক্তার।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুল আলম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আমরাও আমাদের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজের কাছে দিয়েছি। এই প্রস্তাব বিষয়েই আমরা সারা দেশে আলোচনা সভা ও বৈঠক করে যাচ্ছি। তবে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। জাতীয় প্রেসক্লাবেও অনুষ্ঠান করেছি। কিন্তু কিশোরগঞ্জে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়াটা খুবই দুঃখজনক।’