ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর চালানো হামলার পর থেকে তাদের দেশের আকাশে আসা ড্রোনগুলো প্রায় নিখুঁতভাবে ভূপাতিত করা হয়েছে। শুধু গত রাতে (শুক্রবার) প্রায় ৪০টি ড্রোন মাটিতে নামিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ শনিবার (২১ জুন) এক বিবৃতিতে বলেছে, “গত রাতে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আসা প্রায় ৪০টি মানববিহীন আকাশযান (ড্রোন) ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই সংখ্যাটি চলমান অভিযানের শুরু থেকে ৪৭০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার সঙ্গে যুক্ত হয়েছে, যা ৯৯ শতাংশ সফল বাধাদানের হার নির্দেশ করে।”

আরো পড়ুন:

ওআইসির সঙ্গে বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না: পুতিন

তথ্য গোয়েন্দা শাখার নির্দেশনায় ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের ইসফাহানে একটি ‘দ্বৈত ব্যারেলযুক্ত মানববিহীন আকাশযান নিক্ষেপকেও’ হামলা চালিয়েছে বলে আইডিএফের বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

 

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ভ প ত ত কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

বিসিবির নির্বাচন ৬ অক্টোবর: ষড়যন্ত্র হলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ৬ অক্টোবর। আজ ঘোষিত নির্বাচনের তফসিলে এই তথ্য জানানো হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকেই ওই দিনই বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচন হবে।

বিসিবির সাধারণ পরিষদের সদস্যরাই (কাউন্সিলর) পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলদের সংখ্যা ছিল ১৭০ জনের মতো। তবে এবার কাউন্সিলর, অর্থাৎ ভোটারের সংখ্যা বাড়বে।

প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। পরে তা দুই দফা বাড়িয়ে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টায়। তফসিল অনুযায়ী কাল সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি।

কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় দুই দফা বাড়ানোর প্রতিবাদে আজ সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ নির্বাচনে অংশ নিতে যাওয়া একটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তাদের দাবি, এটি বিসিবির গঠনতন্ত্রের লঙ্ঘন।

বিসিবি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তামিম ইকবাল

সম্পর্কিত নিবন্ধ