যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান যেতে পারে দিয়েগো গার্সিয়ায়
Published: 21st, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে একাধিক মার্কিন বি-২ বোমারু বিমান উড্ডয়ন করেছে। বিমানগুলো প্রশান্ত মহাসাগর পেরিয়ে গুয়ামে যেতে পারে। তবে বিমানগুলোর গন্তব্য হতে পারে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সি থেকে হোয়াইট হাউসে ফেরার কথা। স্থানীয় সময় আজ বিকেল ও আগামীকাল রোববার হোয়াইট হাউসে নিজের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, বি-২ বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম, যা ‘বাংকার-বাস্টার’ নামে পরিচিত। বি–২ বিমান থেকে এই বোমা ফেলে ইরানের ফর্দো ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব বলে ধারণা করা হয়। ইরানে সরাসরি হামলায় যুক্ত হলে যুক্তরাষ্ট্র এই বোমারু বিমান দিয়েই ফর্দোতে আঘাত করা হতে পারে বলে আলোচনা আছে।
কিছু ফ্লাইট ট্র্যাকার (বিমান চলাচলের তথ্যদাতা প্রতিষ্ঠান) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, বি–২ বিমানগুলো গুয়ামের দিকে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তবে বিমানগুলোর গন্তব্য বিষয়ে নিশ্চিত হতে পারেনি নিউইয়র্ক টাইমস। কিছু রিফুয়েলিং ট্যাংকার বিমান বি-২ বিমানগুলোর সঙ্গী হয়েছে বলে জানা গেছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াম থেকে বিমানগুলো ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় নিজেদের সামরিক ঘাঁটির দিকে যেতে পারে। এর অর্থ হলো এখানে এলে একবার জ্বালানি নিয়েই বিমানগুলো ইরানে সরাসরি হামলা চালিয়ে আবার ফেরত আসতে পারবে।
তবে বি-২ বিমানের উড্ডয়ন বা নির্দিষ্ট ঘাঁটিতে পাঠানো মানেই ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বিষয়টি এমন নয়। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও সেনা কমান্ডারদের সামনে নানা বিকল্প হাজির করতে সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়। তারই অংশ হিসেবে বোমারু বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
হোয়াইট হাউসের নিয়মিত কর্মসূচি অনুযায়ী, ট্রাম্প স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নিরাপত্তা দলকে নিয়ে বৈঠক করবেন। আগামীকাল রোববারও একই রকম বৈঠক হবে। ট্রাম্প সাধারণত সপ্তাহান্তের দুই দিনই শহরের বাইরে নিজের কোনো অবকাশ যাপনকেন্দ্রে কাটান।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মতে ৩০ হাজার পাউন্ডের বাংকার-বাস্টার বোমাগুলোও ফর্দো ভূগর্ভস্থ পরমাণু স্থাপনার প্রকৃত ক্ষতি হয়তো করতে পারবে না। কারণ, বোমাগুলো এতটা গভীরে পৌঁছাতে পারবে কি না, নিশ্চিত নয়। এই বিষয়টি নিয়ে ট্রাম্প চিন্তাভাবনা করছেন। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
আরও পড়ুনসংকট সমাধানে দুই সপ্তাহে কতটা সফল হবেন ট্রাম্প৮ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিবৃতি পড়ে শোনান। এতে ট্রাম্প বলেন, ‘নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আলোচনা না-ও হতে পারে। এর ওপর ভিত্তি করে (সংঘাতে) যাব কি যাব না, সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।’
এই সময় দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প আসলে কী করতে চাইছেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, এর মধ্য দিয়ে ট্রাম্প ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছেন। এই সময়ের মধ্যে পরমাণু আলোচনায় নতুন চুক্তিতে সম্মত হতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালাবে।
আরও পড়ুনইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো০২ এপ্রিল ২০২৫ইসরায়েল ১৩ জুন ইরানে হামলা চালানোর পর পাল্টা হামলা চালায় ইরান। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। তবে ট্রাম্প ‘দুই সপ্তাহ’ সময়ের কথা বলার পর ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। গতকাল এ বিষয়ে জেনেভায় বৈঠক হয়েছে। আবারও বৈঠকে বসার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে দুই পক্ষই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র
এছাড়াও পড়ুন:
নিয়ম ভেঙে বিদেশ সফর, সংস্কৃতি মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা
সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণে যাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে শুধু সরকারি বিধি লঙ্ঘিত হচ্ছে না, পাশাপাশি দাপ্তরিক কাজেও ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে বিদেশ সফর নিয়ন্ত্রণে ৫ দফা নির্দেশনা জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগত উদ্যোগে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিদেশ সফরে যাচ্ছেন, যা বিধি পরিপন্থি। আবার অনেক ক্ষেত্রে আমন্ত্রণপত্রও সরাসরি প্রেরণ করা হচ্ছে সংশ্লিষ্টদের কাছে, যা মন্ত্রণালয় বা দপ্তর প্রধানের মাধ্যমে হওয়া উচিত ছিল। একই সঙ্গে একাধিক কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাওয়ার ঘটনাও দেখা গেছে। এসব অনিয়ম বন্ধে সংস্কৃতি মন্ত্রণালয় ৫টি নির্দেশনা জারি করেছে।
আরো পড়ুন:
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৫টি নির্দেশনা
১. বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ নয়: কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি পত্র যোগাযোগ করতে পারবেন না। যোগাযোগ করতে হবে মন্ত্রণালয়ের সচিব অথবা দপ্তর/সংস্থা প্রধানের মাধ্যমে।
২. আমন্ত্রণপত্র সংগ্রহে বিরত থাকার আহ্বান: ব্যক্তিগত উদ্যোগে কোনো বিদেশি সংস্থার কাছ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে।
৩. বিদেশ ভ্রমণের পূর্বে অনুমতি: সব কর্মকর্তাকে বিদেশ ভ্রমণের আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে যথাযথভাবে অবহিত করতে হবে।
৪. পূর্বানুমতি গ্রহণ: বিদেশি সংস্থার সঙ্গে আমন্ত্রণ সংক্রান্ত কোনো যোগাযোগের পূর্বে সচিব (মন্ত্রণালয়) অথবা দপ্তর/সংস্থা প্রধানের অনুমতি নিতে হবে।
৫. জনস্বার্থ যাচাই: বিদেশি সংস্থার আমন্ত্রণে অংশগ্রহণকারী অনুষ্ঠান বা সেমিনার পেশাগত উন্নয়ন, প্রতিষ্ঠানের কার্যক্রম এবং জনস্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত কি না, তা যাচাই করে অনুমতি দিতে হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে, যাতে সরকারি নিয়মনীতি বজায় থাকে এবং দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে।
ঢাকা/আসাদ/সাইফ