সাতক্ষীরায় এবি পার্টির এক মতবিনিময় সভায় বক্তৃতা দেওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক আবদুল কাদের (৫৫)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি রিসোর্ট সেন্টারের মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আবদুল কাদের ছিলেন এবি পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক। তিনি সাতক্ষীরা শহরের ডাঙ্গীপাড়ার ইসহাক আলীর সন্তান।

এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্যসচিব আলমগীর হুসাইন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল চারটার দিকে জাতীয় ও স্থানীয় নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন। একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং পাশেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেসরকারি চায়না-বাংলা হাসপাতালের চিকিৎসক আহসানুল কাদির বলেন, আবদুল কাদেরকে নিয়ে আসার পর সব রকমভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন।

আবদুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এবি পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ক দ র কম ট র সরক র

এছাড়াও পড়ুন:

কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পর্কিত নিবন্ধ