সাতক্ষীরায় বক্তৃতাকালে হার্ট অ্যাটাকে এবি পার্টির নেতার মৃত্যু
Published: 22nd, June 2025 GMT
সাতক্ষীরায় এবি পার্টির এক মতবিনিময় সভায় বক্তৃতা দেওয়ার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক আবদুল কাদের (৫৫)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি রিসোর্ট সেন্টারের মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আবদুল কাদের ছিলেন এবি পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক। তিনি সাতক্ষীরা শহরের ডাঙ্গীপাড়ার ইসহাক আলীর সন্তান।
এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্যসচিব আলমগীর হুসাইন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল চারটার দিকে জাতীয় ও স্থানীয় নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন। একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং পাশেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেসরকারি চায়না-বাংলা হাসপাতালের চিকিৎসক আহসানুল কাদির বলেন, আবদুল কাদেরকে নিয়ে আসার পর সব রকমভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন।
আবদুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এবি পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল ক দ র কম ট র সরক র
এছাড়াও পড়ুন:
প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?
# গুণিতক কী:
গুণিতক হলো কোনো সংখ্যাকে ১ থেকে শুরু করে যেকোনো ‘পূর্ণ সংখ্যা’ দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায়।
উদাহরণ: ৩–এর গুণিতকগুলো হলো ৩, ৬, ৯, ১২ ইত্যাদি।
# গুণনীয়ক কী:
গুণনীয়ক হলো সেই সব সংখ্যা, যা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ‘ভাগশেষ’ থাকে না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায়।
উদাহরণ:
১০-এর গুণনীয়ক: ১, ২, ৫ ও ১০
১২-এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬ ও ১২
১৩-এর গুণনীয়ক: ১ ও ১৩
আরও পড়ুনমৌলিক সংখ্যা কাকে বলে, দেখুন উদাহরণসহ১৯ অক্টোবর ২০২৫# গুণিতক কাকে বলে?
কোনো সংখ্যাকে ১, ২, ৩, ৪... ইত্যাদি যেকোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায়, সেগুলোই ওই সংখ্যার গুণিতক।
উদাহরণ: ৩-এর গুণিতক ৩, ৬, ৯, ১২, ১৫...ইত্যাদি।
সহজভাবে বলতে গেলে বলা যায়, গুণিতক হলো একটি ‘সংখ্যার নামতা’।
# গুণনীয়ক কাকে বলে?
কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সব সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলা হয়।
গুণনীয়কের অপর নাম উৎপাদক।
উদাহরণ: ১২–এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬ ও ১২। কারণ, এসব সংখ্যা দিয়ে ১২-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
লেখক: রতন কান্তি মণ্ডল, সিনিয়র শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার০৪ নভেম্বর ২০২৫