গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ
Published: 22nd, June 2025 GMT
বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সামার ব্যাচের (২৫০) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে জেএমসি মিডিয়া ল্যাবে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড.
আরো পড়ুন:
২৪ দাবিতে রংপুরে সড়ক ও রেলপথে শিক্ষার্থীদের বিক্ষোভ
অ্যাকাউন্টিং ছাড়া কিছুই কল্পনা করা যায় না: যবিপ্রবি উপাচার্য
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. নিস্তার জাহান কবীর, সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান, আরটিভির সংবাদ উপস্থাপক হাবীবা আফরোজ, গ্লোবাল গুড নিউজের প্রধান সম্পাদক মহসিন আলী, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবরিনা নওরিন লিমু, গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ইয়াসমীন, লেকচারার এবং জেএমসির ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া, জেএমসির ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপ্টেন (নেভি) এস এম সালাউদ্দিন বলেন, “সাংবাদিকতা বিভাগ এমন একটি জায়গায় অবস্থান করে, যেখানে সমাজে বিবেক তৈরি হয়। দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে জাতিকে সেবা দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সাংবাদিকতা বিভাগকে বিশেষ মনোযোগে রাখে।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান-দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করতে হবে। নবীন শিক্ষার্থীদের এই যাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয় বরং এটি তাদেরকে জীবনকে সেই জায়গায় নিয়ে যাবে, যেখানে তোমরা দেশ তথা সমাজে দায়িত্ববান নাগরিক হিসেবে অবদান রাখতে পারবা।”
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের ২৫১-ব্যাচের শিক্ষার্থীরা। এছাড়া নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মেন্টর জুবায়ের আহমেদ, জেএমসি মিডিয়া ক্লাবের সামান্থা আলী ও বরকতুল্লাহ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুমাইয়া সুলতানা অন্তরা ও জুবায়ের আহমেদ। পরে কেক কাটা ও গ্রুফ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ঢাকা/এস/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন জ এমস
এছাড়াও পড়ুন:
জিয়াংসুতে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনায় বর্ণাঢ্য উৎসব
চীনের জিয়াংসু প্রদেশে অধ্যয়নরত নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জিয়াংসু ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এক বর্ণাঢ্য নবীনবরণ ও অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নানজিং শহরের অন্যতম দর্শনীয় স্থান সুয়ান উ লেক পার্কে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, রাশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, মরক্কোসহ ১০টিরও বেশি দেশের প্রায় দুই শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চীনে প্রতিবছর সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। বিশেষ করে জিয়াংসু প্রদেশ শিক্ষার মান, আধুনিক গবেষণাগার, প্রযুক্তিসমৃদ্ধ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। এখানকার অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে এবং প্রকৌশল, চিকিৎসা, ব্যবসায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবিদ্যা ও মানবিক বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে মানসম্মত শিক্ষা প্রদান করছে। ফলে প্রতিবছর হাজারো বিদেশি শিক্ষার্থী জিয়াংসুতে এসে পড়াশোনার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
জিয়াংসু প্রদেশে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীনবরণ ও অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ, রাশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, মরক্কোসহ ১০টিরও বেশি দেশের প্রায় দুই শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন