বগুড়ার যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। রবিবার (২২ জুন) দুপুর ৩টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মতিনকে আদালতে হাজির করে পুলিশ। তারা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে নেওয়ার সময় মতিনের ওপর ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা।

আরো পড়ুন: বগুড়ার যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মতিন ঢাকায় গ্রেপ্তার

আরো পড়ুন:

সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর

ঢাবির ছাত্রদল নেতা হত্যা: ১ জনের দোষ স্বীকার, ২ জন রিমান্ডে

গতকাল শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরের বসিলার একটি ফ্ল্যাট থেকে ম‌তিন‌কে গ্রেপ্তার করে।

ম‌তিন বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। 

বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো.

ইকবাল বাহার বলেন, “গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহরের স্টেশন রোডে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যার মামলায় মতিন সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

দুদকের করা মামলায় চলতি বছরের ১১ মার্চ বগুড়ার বিশেষ জজ আদালত আবদুল মতিন সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে তাকে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ড ছাড়াও আবদুল মতিন সরকারের অবৈধভাবে অর্জিত ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে জব্দের নির্দেশ দেন আদালত। আবদুল মতিনের অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

ঢাকা/এনাম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মত ন সরক র দ ল মত ন য বল গ

এছাড়াও পড়ুন:

কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পর্কিত নিবন্ধ