বগুড়ার যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। রবিবার (২২ জুন) দুপুর ৩টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মতিনকে আদালতে হাজির করে পুলিশ। তারা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে নেওয়ার সময় মতিনের ওপর ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা।

আরো পড়ুন: বগুড়ার যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মতিন ঢাকায় গ্রেপ্তার

আরো পড়ুন:

সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর

ঢাবির ছাত্রদল নেতা হত্যা: ১ জনের দোষ স্বীকার, ২ জন রিমান্ডে

গতকাল শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরের বসিলার একটি ফ্ল্যাট থেকে ম‌তিন‌কে গ্রেপ্তার করে।

ম‌তিন বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। 

বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো.

ইকবাল বাহার বলেন, “গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহরের স্টেশন রোডে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যার মামলায় মতিন সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

দুদকের করা মামলায় চলতি বছরের ১১ মার্চ বগুড়ার বিশেষ জজ আদালত আবদুল মতিন সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে তাকে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ড ছাড়াও আবদুল মতিন সরকারের অবৈধভাবে অর্জিত ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে জব্দের নির্দেশ দেন আদালত। আবদুল মতিনের অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

ঢাকা/এনাম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মত ন সরক র দ ল মত ন য বল গ

এছাড়াও পড়ুন:

প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?

# গুণিতক কী:

গুণিতক হলো কোনো সংখ্যাকে ১ থেকে শুরু করে যেকোনো ‘পূর্ণ সংখ্যা’ দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায়।

উদাহরণ: ৩–এর গুণিতকগুলো হলো ৩, ৬, ৯, ১২ ইত্যাদি।

# গুণনীয়ক কী:

গুণনীয়ক হলো সেই সব সংখ্যা, যা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ‘ভাগশেষ’ থাকে না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায়।

উদাহরণ:

১০-এর গুণনীয়ক: ১, ২, ৫ ও ১০

১২-এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬ ও ১২

১৩-এর গুণনীয়ক: ১ ও ১৩

আরও পড়ুনমৌলিক সংখ্যা কাকে বলে, দেখুন উদাহরণসহ১৯ অক্টোবর ২০২৫

# গুণিতক কাকে বলে?

কোনো সংখ্যাকে ১, ২, ৩, ৪... ইত্যাদি যেকোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায়, সেগুলোই ওই সংখ্যার গুণিতক।

উদাহরণ: ৩-এর গুণিতক ৩, ৬, ৯, ১২, ১৫...ইত্যাদি।

সহজভাবে বলতে গেলে বলা যায়, গুণিতক হলো একটি ‘সংখ্যার নামতা’।

# গুণনীয়ক কাকে বলে?

কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সব সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলা হয়।

গুণনীয়কের অপর নাম উৎপাদক।

উদাহরণ: ১২–এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬ ও ১২। কারণ, এসব সংখ্যা দিয়ে ১২-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।

লেখক: রতন কান্তি মণ্ডল, সিনিয়র শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার০৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ