যৌনতা থেকে রাজনীতি, ভারতে নিষিদ্ধ হয়েছিল আলোচিত এই ১০ সিনেমা
Published: 23rd, June 2025 GMT
‘আঁধি’
গুলজার খুব বেশি সিনেমা বানাননি, তবে যে কয়েকটি বানিয়েছেন, তার মধ্যে অন্যতম ‘আঁধি’। মূল চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন ও প্রয়াত অভিনেতা সঞ্জীব কাপুর। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আঁধি’ ছিল সুচিত্রা অভিনীত শেষ হিন্দি সিনেমা।
সিনেমায় সুচিত্রা অভিনয় করেন আরতি দেবী নামের এক রাজনৈতিক নেত্রীর ভূমিকায়, যিনি একই সঙ্গে ব্যক্তিত্বময়ী, দৃঢ়, কঠোর আবার প্রেমময়ী এবং কোমল মনের। বলা হয়ে থাকে, ইন্দিরা গান্ধীর ছায়া অবলম্বনে আরতি দেবীকে নির্মাণ করা হয়েছিল। সঞ্জীব কুমারের চরিত্রটি ফিরোজ গান্ধীর ছায়া অবলম্বনে নির্মিত। ইন্ধিরা গান্ধীর যখন ভারতের ক্ষমতায়, চলছে জরুরি অবস্থা, এমন সময় সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। পরে ১৯৭৭ সালে ক্ষমতার পালাবদলের পর মুক্তি পায় সিনেমাটি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যৌনকর্মীদের নেটওয়ার্ক পরিচালনা করেন দুই বোন, এরপর...
নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে ছয় পর্বের লিমিটেড সিরিজ ‘দ্য ডেড গার্লস’। মুক্তির পরই মেক্সিকান সিরিজটি উঠে এসেছে প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী সিরিজের সেরা দশের তালিকায়। ১৯৬০-এর দশকের মেক্সিকোতে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বালাদ্রো বোন সারাফিনা (পাউলিনা গাইটান) ও আর্সাঙ্গেলা (আরসেলিয়া রামিরেজ)। তাঁরা শহরজুড়ে যৌনকর্মীদের এক নেটওয়ার্ক পরিচালনা করেন।
ছয় পর্বে দেখানো হয়েছে, কীভাবে তাঁরা ভয় দেখিয়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেন, সে গল্প। পরে পুলিশ সক্রিয় হয়, নারীরাও রুখে দাঁড়ান। এরপর কী হয়, তা নিয়েই লুইস এসত্রাদার সিরিজটি। ‘দ্য ডেড গার্লস’তৈরি হয়েছে ১৯৭৭ সালে প্রকাশিত লা মার্ডারসউপন্যাস অবলম্বনে। যা আবার লেখা হয়েছে ষাটের দশকের মেক্সিকোর সত্য ঘটনা অবলম্বনে। মুক্তির পর সমালোচকেরা প্রশংসা করেছেন সিরিজটির।
`দ্য ডেড গার্লস'–এর দৃশ্য। ছবি: আইএমডিবি