রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় প্রতিটি শ্রেণির সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার এক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো.

এনামুল ইসলাম।

রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার উদ্দেশ্য ভালো মানুষ হওয়া; নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করাই হলো দেশপ্রেম, যা শিক্ষার্থীদের অর্জন করতে হবে।

পরবর্তী সময়ে তিনি রাজউক কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা না থাকার বিষয়টি উল্লেখ করেন এবং খুব দ্রুততম সময়ে একটি সমাধান করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন র জউক

এছাড়াও পড়ুন:

কোরমা-পাস্তায় বিষ দিয়ে তিন দফায় স্বামীকে হত্যার চেষ্টা করেছিলেন এরিন

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ে দণ্ডিত আলোচিত ‘মাশরুম খুনি’ এরিন প্যাটারসনের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। তিনি তাঁর স্বামী সায়মন প্যাটারসনকেও বোলোনেজ পাস্তা ও চিকেন কোরমা কারির সঙ্গে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।

আজ শুক্রবার আদালতের গোপনীয়তা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এ তথ্য জানা গেছে।

এরিন প্যাটারসন নামের ওই গৃহবধূ ২০২৩ সালের জুলাইয়ে পারিবারিক আয়োজনে দুপুরের খাবার তৈরি করেন। খাওয়ার সময় ছিল হাসিঠাট্টা আর প্রার্থনা। কিন্তু এই খাবার খেয়ে কয়েক দিনের মধ্যে তাঁর স্বামীর মা–বাবা ও বৃদ্ধ খালার মৃত্যু হয়।

স্বামীর মা–বাবা ও খালাকে প্রাণঘাতী বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম মিশিয়ে গরুর মাংসের ওয়েলিংটন খাইয়ে হত্যা করার মামলায় ওই মাসেই দোষী সাব্যস্ত হন এই অস্ট্রেলীয় নারী।

খাবার পরিবেশনের আগে এরিনের আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলা হলেও তাঁকে ‘ন্যায়বিচার’ পাওয়ার সুযোগ দিতে সেসব জুরি বোর্ডের সামনে উপস্থাপন করা হয়নি।

তবে আজ সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বিয়েল এসব অভিযোগ গোপন রাখার আবেদন নাকচ করে দিয়েছেন।

পুলিশ বলছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এরিন তিনবার তাঁর কাছ থেকে আলাদা হয়ে যাওয়া স্বামী সায়মনকে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু বিচারের সময় এই অভিযোগের বিষয়ে শোনা যায়নি।

নতুন প্রকাশিত তথ্যে জানা গেছে, এরিন একাধিকবার সায়মনকে বিষ মেশানো বোলোনেজ পাস্তা, চিকেন কারি ও সবজি পরিবেশন করেছেন।

গত বছরের অক্টোবরে এক প্রাক্‌বিচার শুনানিতে সায়মন বলেছিলেন, এরিন তাঁকে নিজ হাতে রান্না করা কয়েক পদের তরকারি খাওয়ার অনুরোধ করেছিলেন।

গোপন সাক্ষ্যে সায়মন বলেন, ‘আমার মনে আছে, এরিন বলেছিলেন যে এই তরকারির স্বাদ নেওয়ার উদ্দেশ্য হলো, ভবিষ্যতে আমাদের স্বাদ অনুযায়ী তরকারি রান্না করা।’

২০২২ সালে এক ক্যাম্পিং ট্রিপে এরিনের পরিবেশন করা হালকা চিকেন কোরমা খাওয়ার পর সায়মন অসুস্থ হয়ে পড়েন। সায়মন বলেন, প্রথমে খুব গরম লাগছিল, বিশেষ করে মাথায়। তারপর বমি বমি ভাব হচ্ছিল। হঠাৎ করে বমি করতে হয়েছিল।

এ ঘটনার পর সায়মন কোমায় চলে যান। তাঁকে বাঁচাতে অন্ত্রের একটি অংশ অপসারণে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছিল।

পরে চিকিৎসক ক্রিস্টোফার ফোর্ডকে সায়মন বলেন, তাঁর সন্দেহ হচ্ছে, এরিন ইচ্ছাকৃত তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করছেন।

গত বছর প্রাক্‌বিচার শুনানিতে চিকিৎসক ক্রিস্টোফার ফোর্ড বলেন, একবার সায়মনকে এরিন ঘরে তৈরি কুকিজ পাঠান। সায়মন কুকিগুলো খেতে ভয় পাচ্ছিলেন। কারণ, তিনি সন্দেহ করছিলেন যে এতে বিষ থাকতে পারে। তাঁদের ভ্রমণের সময় এরিন একাধিকবার ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কুকিগুলো খেয়েছেন কি না।

এরপর যখন সায়মনের মা-বাবা ও আত্মীয় এরিনের বাড়িতে খাওয়াদাওয়া করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন সায়মন নিজের পরিবারকে আগের এই সন্দেহের কথা জানান।

সায়মনের এক স্বজন রুথ ডুবোয়া আদালতে বলেন, ‘সায়মন বলতে চেয়েছিলেন, তাঁর আগের অসুস্থতাগুলো সম্ভবত এমন কোনো কারণেই হয়েছিল। এই আশঙ্কা তিনি করেছিলেন। তিনি আমাদের বলেছিলেন, এরিনের রান্না করা খাবার খাওয়া তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি খুব অনুতপ্ত ছিলেন যে আমাদের আগে এসব কিছু বলেননি।’

এরিনের বিচার শুরুর আগেই প্রসিকিউটররা এসব অভিযোগ বাতিল করে দেন। কঠোর বিধিনিষেধের কারণে গণমাধ্যমও কোনো খবর প্রকাশ করতে পারেনি।

আরও পড়ুনমাশরুম খাইয়ে তিনজনকে হত্যার মামলায় অস্ট্রেলীয় নারী আদালতে দোষী সাব্যস্ত০৭ জুলাই ২০২৫প্রাণঘাতী ছত্রাক

২০২৩ সালের জুলাই মাসে এরিন একটি ঘরোয়া মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে শুরুটা হয় প্রার্থনা ও হাস্যরসের মাধ্যমে। কিন্তু শেষ হয় তিনজনের মৃত্যু দিয়ে।

১২ সদস্যের একটি জুরিবোর্ড সায়মনের মা–বাবা ডন ও গেইল প্যাটারসন এবং তাঁর খালা হিদার উইলকিনসনকে হত্যার অভিযোগে ৫০ বছর বয়সী এরিনকে দোষী সাব্যস্ত করেন।

এ ছাড়া এরিনকে হিদারের স্বামী ইয়ান উইলকিনসনকে হত্যাচেষ্টার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়। ইয়ান একজন খ্যাতনামা ব্যাপ্টিস্ট যাজক।

সায়মনকেও একই মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি অস্বস্তি বোধ করায় যাননি।

এরিনের বিচার নিয়ে শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বে হইচই পড়ে যায়। নিউইয়র্ক থেকে শুরু করে নয়াদিল্লি পর্যন্ত বহু সংবাদমাধ্যম এই ‘মাশরুম মার্ডার’ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ট্রু-ক্রাইম পডকাস্টার ও ডকুমেন্টারি নির্মাতারা ভিড় করেন ভিক্টোরিয়ার ছোট্ট শহর মরওয়েলে।

দীর্ঘ দুই মাস বিচার চলাকালে এরিন বারবার দাবি করেন, বিফ ওয়েলিংটন রান্না ও পেস্ট্রিতে ‘ভুল করে’ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ছত্রাক ডেথ ক্যাপ মাশরুম পড়ে গিয়েছিল।

ডেথ ক্যাপ মাশরুম দেখতে নিরীহ হলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ছত্রাক হিসেবে পরিচিত। অনেক সময় এটিকে খাওয়ার উপযোগী মাশরুমের সঙ্গে মিলিয়ে ফেলা যায়। এতে একধরনের মিষ্টি স্বাদ থাকে, যা এর ভয়ংকর বিষাক্ততাকে আড়াল করে রাখে।

এরিন প্যাটারসন ২৫ আগস্ট আদালতে হাজির হবেন। বিচারে তাঁর সাজা কত দীর্ঘ হবে, সেদিন সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সাজা ঘোষণার ২৮ দিনের মধ্যে এরিনের আইনজীবীরা তাঁর সাজা ও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

সম্পর্কিত নিবন্ধ