রাজউক উত্তরা মডেল কলেজে শ্রেণির সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা
Published: 23rd, June 2025 GMT
রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় প্রতিটি শ্রেণির সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার এক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো.
রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার উদ্দেশ্য ভালো মানুষ হওয়া; নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করাই হলো দেশপ্রেম, যা শিক্ষার্থীদের অর্জন করতে হবে।
পরবর্তী সময়ে তিনি রাজউক কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা না থাকার বিষয়টি উল্লেখ করেন এবং খুব দ্রুততম সময়ে একটি সমাধান করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গিয়াসউদ্দিনের শোভাযাত্রায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র যোগদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রাধিক গাড়ি নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের মূল শোভাযাত্রায় অংশগ্রহন করেছে করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গাড়িবহরের শোভাযাত্রাটি শুরু হয়ে বটতলী এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান করে।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গাড়িবহরে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী।
শোভাযাত্রায় সহস্রাধিক গাড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে সিদ্ধিরগঞ্জের রাজপথ মুখরিত করে তোলে।