আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার কথা চিন্তা করছে ইরান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরানের সংসদ এ সংক্রান্ত একটি বিল বিবেচনা করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, “আমরা এমন কিছু বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখতে চাই, যা এই আন্তর্জাতিক সংস্থার পেশাদার আচরণের প্রতিফলন ঘটাবে।”

আরো পড়ুন:

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আত্মহত্যা: যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বিরুদ্ধে আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান মালয়েশিয়ার

তিনি আরও বলেন, “তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। বিশ্ব স্পষ্টভাবে দেখেছে, আইএইএ তার কোনো দায়িত্বই যথাযথভাবে পালন করেনি এবং এটি এখন একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।”

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। তিনি বলেন, “আইএইএর পক্ষপাতদুষ্ট প্রতিবেদনগুলো ইসরায়েলের হামলার অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এভাবে সংস্থাটি চলমান সংকটে সহায়তা করেছে।”

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য জানান।

শরিফুল আলম বলেন, ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন।

সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ বিষয়।

সম্পর্কিত নিবন্ধ

  • চিহ্নিত গণহত্যাকারীদের ছবি প্রদর্শন করে ঢাবিকে কলঙ্কিত করেছে শিবির, বিবৃতিতে ছাত্র ইউনিয়ন
  • কূটলেখনী-শরবিদ্ধ রবীন্দ্রনাথ
  • যুদ্ধেও মানবিকতা মহানবী (সা.) অনন্য শিক্ষা
  • আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার
  • শরণার্থীদের জন্য মহানবী (সা.)-এর শিক্ষা