জনগণের হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 23rd, June 2025 GMT
আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন অতিরিক্ত আইজিপির এই বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে।”
সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারী দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন: ‘আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন’
আরো পড়ুন:
অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক
প্রবাসীকে গুলি করে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার
মব জাস্টিস প্রসঙ্গ তিনি বলেন, “এ ধরনে ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের (সাবেক সিইসিকে হেনস্তা) ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।”
আরো পড়ুন: মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো.
রবিবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। তিনি বলেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন।”
তিনি আরো বলেন, “বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্মবিরতি দিয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।”
ঢাকা/কাওছার/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র কলঙ ক ম ছ
এছাড়াও পড়ুন:
জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন
প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সব দোদুল্যমানতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, “এই ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সব দোদুল্যমানতা কেটে গেছে এবং এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না।”
আরো পড়ুন:
কাপাসিয়ায় আনন্দ মিছিলে যোগ দিতে পারলেন না মোস্তাক
গণতন্ত্র প্রবর্তনের জন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে
তিনি আরো বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে, নির্বাচনী আবহ সৃষ্টি হবে।”
এছাড়া, আগামী দিনের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে একটি প্রশংসিত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বিএনপির পক্ষ থেকে জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
ঢাকা/রায়হান/সাইফ