নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
Published: 23rd, June 2025 GMT
জামায়াতের কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে মহানগর জামায়াতের কার্যালয়ে এ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত বৈঠকে মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্যদের সাংগঠনিক ও ব্যাক্তিগত খোঁজ খবর নেন সাইফুল আলম খান মিলন।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব সাইফুল আলম খান মিলন বলেন, নিজেদের জাগতিক দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমাদের বেশী বেশী দোয়া করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া দেশ ও জাতির মুক্তি হবেনা।
আগামী নির্বাচনে দেশ প্রেমিক সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগনের ভাষা বুঝে তাদের সুখ দুখে পাশে থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের জ্ঞান-অর্জন বাড়াতে হবে, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে মনযোগী হতে হবে।
বৈঠকে নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সহ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য ও মহানগরী টিম সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের্য
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।