জামায়াতের কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে মহানগর জামায়াতের কার্যালয়ে এ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত বৈঠকে মহানগর জামায়াতের  কর্মপরিষদ সদস্যদের সাংগঠনিক ও ব্যাক্তিগত খোঁজ খবর নেন সাইফুল আলম খান মিলন। 

প্রধান অতিথির বক্তৃতায় জনাব সাইফুল আলম খান মিলন বলেন, নিজেদের জাগতিক দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমাদের বেশী বেশী দোয়া করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া দেশ ও জাতির মুক্তি হবেনা।

আগামী নির্বাচনে দেশ প্রেমিক সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগনের ভাষা বুঝে তাদের সুখ দুখে পাশে থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের জ্ঞান-অর্জন বাড়াতে হবে, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে মনযোগী হতে হবে।

বৈঠকে নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সহ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য ও মহানগরী টিম সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার  

আড়াইহাজারে মো. কবির হোসেন (৪৯) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. কবির হোসেন আড়াইহাজার উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত আ. করিম ও সাহিদা বেগমের ছেলে। 

বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে নরসিংদী, ফরিদপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে: আনু মুহাম্মদ
  • সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • রূপগঞ্জে যে কারণে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ
  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় যুব ফেডারেশনের তীব্র নিন্দা ও বিচার দাবি
  • “গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”
  • নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • শহীদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
  • আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার