পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। তাঁর গানের কথা সহিংসতা ও মাদক গ্রহণে তরুণ প্রজন্মকে উসকে দেয়, এই অভিযোগে ভারতের নানা প্রান্তে তাঁর কনসার্ট নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। সবশেষ দিন দুই আগে তাঁর সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী থাকায় এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার দিলজিৎ খবরের শিরোনাম ইতিবাচক কারণে।
কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ) পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন দিলজিৎ। এই নতুন কোর্স শুরু হবে ২০২৬ সালের শেষ দিকে, ফল সেশনে। এটি পড়ানো হবে টিএমইউর ‘দ্য ক্রিয়েটিভ স্কুল’–এর অধীন। টরন্টোর বার্ষিক সংগীত ও আর্টস ফেস্টিভ্যাল বিলবোর্ড সামিটে এটি ঘোষণা করা হয়।

বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়, কোর্সটি দিলজিতের কাজের ‘সাংস্কৃতিক, সংগীত ও প্রবাসীদের প্রাসঙ্গিকতা’ বিশ্লেষণ করবে। এই পাঠ্যসূচির বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি, তবে এটি কালচারাল স্টাডিজ, মিউজিকোলজি, মিডিয়া অ্যান্ড রিপ্রেজেন্টেশনের অধীন পড়ানো হবে বলে জানা গেছে।

দিলজিৎ দোসাঞ্জ। গায়কের ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে করেছে পুলিশ। তারা ঢাকায় এসে মিছিল করে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল। 

তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ