শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই
Published: 24th, June 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১ জুলাই।
আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.
মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে আছেন। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুই আসামি পলাতক। পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
গত ১২ মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই-বাছাই করে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিনই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।
পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে ১৬ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুটি সংবাদপত্রে। তবে তারা আত্মসমর্পণ করেননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই গণঅভ য ত থ ন
এছাড়াও পড়ুন:
অগ্নিকাণ্ড ঘটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে, গুজবে কান না দেওয়ার আহ্বান কর্তৃপক্ষের
পাবনার রূপপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে হয়েছে জানিয়ে এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার রূপপুরে দেশের একমাত্র পারমাণিক বিদ্যুৎকেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
রাশিয়ার সহায়তায় প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে, সেখান থেকে আগামী বছর বিদ্যুৎ পাওয়ার আশা করা হচ্ছে।
আজ শুক্রবার প্রকল্প এলাকায় অগ্নিকাণ্ড নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ২০ মিনিটে কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা ও ইছামতী নদীর পানিপ্রবাহ সচল রাখার জন্য তৈরি করা কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণকালে ছোট আকারের এক অগ্নিকাণ্ড ঘটে। ৪০ মিনিটের মধ্যে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বেলা ১টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
এই আগুনের কারণে প্রকল্পের কোনো ক্ষতি হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সবাইকে এই বিষয়ে বিভ্রান্ত ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি।’
আরো পড়ুন: রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও অপেক্ষা