বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে যাওয়া কে এই দিনুশা
Published: 24th, June 2025 GMT
শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে যাচ্ছে ২৪ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার সোনাল দিনুশার। আগামীকাল (মঙ্গলবার) কলম্বোর এসএসসি গ্রাউন্ডসে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে তিনি জায়গা নেবেন সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায়। ৩৮ বছর বয়সী ম্যাথুস গল টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
দিনুশা ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন লাহিরু উদারার সঙ্গে। তবে সেই সিরিজে একাদশে সুযোগ হয়নি দুজনের কারোই। তবে চলমান বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উদারার টেস্ট অভিষেক হয়েছে। আর দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে দিনুশার।
এই ইঙ্গিত মিলেছে শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। তিনি বলেন এভাবে, ‘সোনাল দিনুশা টেস্ট অভিষেকের খুব কাছে। উইকেটের অবস্থা এবং ওর সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে ও-ই সবচেয়ে ভালো বিকল্প মনে হচ্ছে। তাই ওর অভিষেকের সম্ভাবনা খুব বেশি।’
আমরা ১২ জনের দল ঘোষণা করেছি। আবহাওয়ার অবস্থা বারবার বদলে যাচ্ছে। শুরুতে তিনজন পেসার নিয়ে ভাবছিলাম, কিন্তু উইকেট এখন কিছুটা ফ্ল্যাট মনে হচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তটা কাল সকালে নেব।ধনাঞ্জয়া ডি সিলভাদিনুশাকে অনেক দিন ধরেই ম্যাথুসের বিকল্প ভাবা হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে বাঁহাতি স্পিনে ৯৯ উইকেট ও ৭ সেঞ্চুরিতে ৪০.
অভিষেক হলে ম্যাথুসের ৪ নম্বরে নয়, ৬ নম্বরে ব্যাট করতে পারেন দিনুশা। চারে নামতে পারেন ধনাঞ্জয়া।
আরও পড়ুনদুই হাতে বোলিং করা আরও এক স্পিনার শ্রীলঙ্কা দলে, কে এই বোলার১৬ জুন ২০২৫সম্প্রতি শেষ হওয়া ন্যাশনাল সুপার লিগের চার দিনের টুর্নামেন্টে ধনাঞ্জয়া ৪ নম্বরে ব্যাটিং করে ৩টি সেঞ্চুরিসহ ৩৬৯ রান করেছেন। তাঁকে জাতীয় দলে এই পজিশনে খেলানোর প্রস্তুতির অংশ হিসেবেই ওই জায়গায় খেলানো হয়।
দারুণ ছন্দে আছেন দিনুশাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে করেছে পুলিশ। তারা ঢাকায় এসে মিছিল করে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল।
তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা/এমআর/এস