১১ জুলাই (শুক্রবার) সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বুধবার (২৫ জুন ২০২৫) সোনারগাঁ উপজেলার একটি রেস্টুরেন্টে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় সোনারগাঁ উপজেলার তদারককারী খোরশেদ আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, সোনারগা উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, দক্ষিণের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, এই কর্মী সম্মেলন সফল করার জন্য সকল দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আল্লাহর উপর ভরসা রেখে ময়দানে ঝাপিয়ে পরার আহবান জানান।

বিশেষ অথিতির বক্তব্যে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন,আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করি। কোন ব্যক্তির সন্তুষ্টি অর্জন আমাদের লক্ষ্য নয়। দীর্ঘ ১৭ বছর ধরে ভোট দিতে না পেরে মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং মানুষেরা এবার এমন দল কে ভোট দেবে যাদেরকে ভোট দিলে আর কোনদিন ভোটাধিকার ক্ষুন্ন হবে না। বাংলাদেশে দুষ্কৃতিকারীদের সংখ্যা বেশি নয় বলে তিনি বলেন, তাদেরকে প্রতিহত ও রুখে দিতে পারলে আর কোনদিন মানুষরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে না।

তিনি ১১ই জুলাই (শুক্রবার) সোনারগাঁ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার জন্য উপস্থিত সকল নেতাকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, সোনারগাঁয়ের যেকোন প্রার্থীর চেয়ে আমরা যোগ্য প্রার্থী পেয়েছি। সুতরাং আমাদের প্রার্থী কে বিজয়ী করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। ভয় কে জয় করে জনগণের ডোর টু ডোর যেতে হবে।

সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া তার বক্তব্যে বলেন, গত ৭ তারিখ নারায়ণগঞ্জ মহাসমাবেশে আমরা গণজোয়ার সৃষ্টি করেছিলাম। এবারও আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে আলোড়ন সৃষ্টি করব ইনশাআল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিন জামায়াতের সেক্রেটারি মো: আসাদুল্লাহ, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল উপস থ ত ইসল ম র স ন রগ র কর ম অন ষ ঠ উপজ ল

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

‎বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের‌্য

‎‎শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ