মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘদিনের, যা আরও একদফা বিস্তার লাভ করল এ সপ্তাহে ইরানের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনায় দেশটির বিমান হামলার মধ্য দিয়ে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ব্রিফিং অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাতটি বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের ফর্দো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অন্তত ১৪টি বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলেছে। একেকটি বি-২ স্টিলথ বোমারু বিমানের দাম প্রায় ২১০ কোটি ডলার। যে বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে, সেগুলোর দামও কয়েক কোটি ডলার।
ইরানে গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ১২৫টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। এর মধ্যে ছিল বোমারু বিমান, জঙ্গিবিমান, জ্বালানিবাহী ট্যাঙ্কার, নজরদারি উড়োজাহাজ এবং সহায়তাকারী ইউনিট বহনকারী উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজ মোতায়েন ও পরিচালনা করতে খরচ হয়েছে কোটি কোটি ডলার।
বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র একা যে ব্যয় করে, তালিকার পরবর্তী ৯টি দেশের সম্মিলিত ব্যয়ের চেয়েও তা বেশি। যুক্তরাষ্ট্র সামরিক খাতে চীনের চেয়ে প্রায় তিন গুণ এবং রাশিয়ার চেয়ে প্রায় সাত গুণ বেশি ব্যয় করে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯৯ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে, যা মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের ৩৭ শতাংশের সমান। এর ফলে ২০০১ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মোট যুদ্ধ ব্যয় আনুমানিক ৮ লাখ কোটি ডলারে দাঁড়াচ্ছে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের একটি বিশ্লেষণ অনুযায়ী, ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধগুলোয় আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য ৯/১১ পরবর্তী সংঘাতের ক্ষেত্রে প্রায় ৯ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। এই প্রাণহানির দায় সরাসরি যুক্তরাষ্ট্রের।
আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে পরোক্ষ মৃত্যুর সংখ্যা ৩৬ থেকে ৩৮ লাখ। সরাসরি ও পরোক্ষ মিলিয়ে মোট মৃত্যু ৪৫ থেকে ৪৭ লাখ। মৃত্যুর এ মিছিল এখনও থামেনি, প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে। খবর আলজাজিরার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র র
এছাড়াও পড়ুন:
এনসিপিকে প্রতীক বাছাইয়ে সময় বেঁধে দিল ইসি
নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় এনসিপির পছন্দের তালিকায় থাকা প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলেও জানানো হয়েছে চিঠিতে।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নতুন দল নিবন্ধন সংক্রান্ত বিষয়ে ইসির সিদ্ধান্ত জানিয়ে এই চিঠি পাঠান।
আরো পড়ুন:
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না
বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছনায় সংবাদ সম্মেলন বয়কট, এনসিপির দুঃখ প্রকাশ
চিঠিতে ইসি জানায়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ উল্লেখ করা হয়েছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে অন্তর্ভুক্ত নেই।
এই অবস্থায় দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০বি (১)(খ)-এর বিধান সম্পর্কে অবগত করা হয়। ওই বিধান অনুযায়ী, কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দসই যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে। এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে—যদি না দলটি পরবর্তীতে অন্য কোনো প্রতীক লাভে ইচ্ছা প্রকাশ করে।
এই জটিলতা নিরসনে নির্বাচন কমিশন এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী ইসির দেওয়া নির্ধারিত প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত বেছে নিতে বলেছে।
দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য পছন্দসই প্রতীক আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।
ঢাকা/এএএম/এসবি