বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে এক নতুন বাংলাদেশ যেখানে জুলুম, নির্যাতন, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র, অন্যায় ও দুর্নীতি থাকবে না। 

 শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সদস্য(রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, এ দেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। যেখানে অন্যায়, অনাচার, দখল, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণের মতো কদাচার থাকবে না। যে বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে স্ব স্ব অধিকার ভোগ করবে।

সকল মানুষের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সন্মান নিশ্চিৎ করতে পারে কেবলমাত্র ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক কল্যণময় শান্তি সূখের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগ্রাম করছে।

মাওলানা আবদুল হালিম আরো বলেন, জনগণ নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে। আগামী নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তাই ঘোষিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিৎ করতে হবে। ফ্যাসিবাদী দুঃশাসনে ঘটে যাওয়া গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।

জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশ এবং বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের পূনর্বাসন করতে হবে। প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। এ সব দাবী আদায়ে তিনি সকলকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড.

ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ র জন ত ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ আবদ ল হ ল ম ন র য়ণগঞ জ নত ন ব সদস য ইসল ম ন করত

এছাড়াও পড়ুন:

শহরের যানজট সমস্যা নিরসনে ডিসি’র সাথে চেম্বার নেতৃবৃন্দের সভা

নারায়ণগঞ্জ শহরের সাধারণ জনগণ, ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ রক্ষায় জেলা প্রশাসকের সাথে চেম্বার নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভ অনুষ্ঠিত হয়।  

সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুজ্জামান মহোদয়, ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বিকেএমইএ এর সাথে আর্থিক সহায়তা প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন। 

এসময় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি জনাব মাসুদুজ্জামানসহ নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহ্মেদুর রহমান তনু, বিকেএমইএ এর সহ-সভাপতি-মোরশেদ সারোয়ার সোহেল (অর্থ), পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মহোদয় সাথে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় এই সমস্যা সমাধানে অতিরিক্ত লোকবলের সহায়তার জন্য নারায়ণগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কোকোর জন্মদিন উপলক্ষে সানির উদ্যোগে দোয়া মাহফিল
  • নারায়ণঞ্জ জেলা রোভার স্কাউট’র দিনব্যাপী কর্মশালা 
  • না’গঞ্জে নানা আয়োজনে পালিত হবে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫”
  • নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল ঘোষণা 
  • নারায়ণগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • তুহিন হত্যার প্রতিবাদে নাঃগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 
  • নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ 
  • শহরের যানজট সমস্যা নিরসনে ডিসি’র সাথে চেম্বার নেতৃবৃন্দের সভা
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড