কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভবন তিনতলা। এর দ্বিতীয় তলায় মেয়রের কক্ষ। ২০২২ সালে মেয়রের কক্ষে যেতে অর্ধকোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয় লিফট। এখন মেয়র নেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) এলে লিফট চালু করা হয়। বাকি সময় বন্ধ থাকে।
কুসিক সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়। ২০১২ সালের প্রথম নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র হন। ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মেয়র হন।
কুসিকের একাধিক কর্মকর্তা জানান, শারীরিকভাবে অসুস্থ রিফাতের সিটি করপোরেশন ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হতো। এ কারণে তার জন্য দ্রুত লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়। মেয়রকে খুশি করতে বিলাসী লিফট স্থাপনে ভূমিকা রাখেন কর্মকর্তারা। লিফট স্থাপনে খরচ হয়েছে ৫৮ লাখ ৮৫ হাজার ৩৪০ টাকা। সেই লিফট স্থাপনের জন্য কার্যাদেশ দেওয়া হয় ‘ড্রিমস আন লিমিটেড’কে। কোম্পানিটিকে লিফট সরবরাহ ও স্থাপনের জন্য দেওয়া হয় ২৭ লাখ ৯ হাজার ৯৯০ টাকা এবং অবকাঠামো নির্মাণে আরও ৩১ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা দেওয়া হয়। ড্রিমস আন লিমিটেডের মালিক মনু মিয়া। তিনি কুমিল্লা শহরের দেশওয়ালী পট্টির বাসিন্দা। সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন বলে পরিচিত। বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রিফাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর লিফটটি কার্যত পড়ে আছে। গত বছরের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র হন সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে ডা.
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর বলেন, রিফাত মেয়র নির্বাচনের কিছুদিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশির ভাগ সময় বাসায় থেকে অফিসের কাজ চালাতেন। কুসিকের নিচতলায় অফিস করার মতো পর্যাপ্ত কক্ষ থাকলেও জনগণের করের টাকা এভাবে ব্যয় অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। সেই লিফট এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কারণ ভবনের দ্বিতীয় তলায় ওঠার জন্য লিফট প্রয়োজন নেই।
কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, ‘প্রয়াত মেয়র আরফানুল হক রিফাত এতটা অসুস্থ ছিলেন যে সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না। তাই লিফট স্থাপন করা হয়েছিল। বর্তমানে আমরা এটা ব্যবহার করি না। এমনকি সর্বশেষ মেয়র ডা. তাহসিন বাহার সূচনাও এ লিফট ব্যবহার করতেন না। এ লিফট বিকল নয়, কোনো ভিআইপি এলে ব্যবহার করা হয়।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দুটি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
আজ রোববার রুয়েটের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী৪ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতাভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট জিপিএ ১৪ থাকতে হবে।
ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। আবেদনকারীর এ লেভেল সনদ অবশ্যই ২০২৪ সালের নভেম্বর বা তার পরের হতে হবে।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।
আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫