কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভবন তিনতলা। এর দ্বিতীয় তলায় মেয়রের কক্ষ। ২০২২ সালে মেয়রের কক্ষে যেতে অর্ধকোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয় লিফট। এখন মেয়র নেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) এলে লিফট চালু করা হয়। বাকি সময় বন্ধ থাকে।
কুসিক সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়। ২০১২ সালের প্রথম নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র হন। ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মেয়র হন।
কুসিকের একাধিক কর্মকর্তা জানান, শারীরিকভাবে অসুস্থ রিফাতের সিটি করপোরেশন ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হতো। এ কারণে তার জন্য দ্রুত লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়। মেয়রকে খুশি করতে বিলাসী লিফট স্থাপনে ভূমিকা রাখেন কর্মকর্তারা। লিফট স্থাপনে খরচ হয়েছে ৫৮ লাখ ৮৫ হাজার ৩৪০ টাকা। সেই লিফট স্থাপনের জন্য কার্যাদেশ দেওয়া হয় ‘ড্রিমস আন লিমিটেড’কে। কোম্পানিটিকে লিফট সরবরাহ ও স্থাপনের জন্য দেওয়া হয় ২৭ লাখ ৯ হাজার ৯৯০ টাকা এবং অবকাঠামো নির্মাণে আরও ৩১ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা দেওয়া হয়। ড্রিমস আন লিমিটেডের মালিক মনু মিয়া। তিনি কুমিল্লা শহরের দেশওয়ালী পট্টির বাসিন্দা। সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন বলে পরিচিত। বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রিফাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর লিফটটি কার্যত পড়ে আছে। গত বছরের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র হন সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে ডা.
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর বলেন, রিফাত মেয়র নির্বাচনের কিছুদিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশির ভাগ সময় বাসায় থেকে অফিসের কাজ চালাতেন। কুসিকের নিচতলায় অফিস করার মতো পর্যাপ্ত কক্ষ থাকলেও জনগণের করের টাকা এভাবে ব্যয় অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। সেই লিফট এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কারণ ভবনের দ্বিতীয় তলায় ওঠার জন্য লিফট প্রয়োজন নেই।
কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, ‘প্রয়াত মেয়র আরফানুল হক রিফাত এতটা অসুস্থ ছিলেন যে সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না। তাই লিফট স্থাপন করা হয়েছিল। বর্তমানে আমরা এটা ব্যবহার করি না। এমনকি সর্বশেষ মেয়র ডা. তাহসিন বাহার সূচনাও এ লিফট ব্যবহার করতেন না। এ লিফট বিকল নয়, কোনো ভিআইপি এলে ব্যবহার করা হয়।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তিতে চলছে আবেদন, ক্লাস ২২ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিতে আবেদন চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন প্রাথমিক আবেদনের শেষ দিন ২৮ আগস্ট দিবাগত রাত ১২টা। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তিপ্রক্রিয়ার পর ক্লাস শুরু হবে ২২ সেপ্টেম্বর।
আবেদনের যোগ্যতাআবেদনে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে, বাংলাদেশে স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক, ব্যবসায় শিক্ষা বা বিজ্ঞান শাখা থেকে ২০২২, ২০২৩, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০২০, ২০২১, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল বা বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনসাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে, ৬০ শতাংশ সশরীর০৪ আগস্ট ২০২৫তবে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস টেকনোলজি) বা ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে নির্ধারিত সিজিপিএ ২.৫ (সিজিপিএ স্কেল ৫.০ অনুযায়ী) এবং সংশ্লিষ্ট এসএসসি জিপিএ পূরণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আর উচ্চমাধ্যমিকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, সেগুলো থেকেই আবেদনযোগ্য কোর্স নির্ধারণ করা হবে এবং সংশ্লিষ্ট পঠিত বিষয়ের (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে। এর সঙ্গে বিশেষ ক্যাটাগরি ও বিদেশি সার্টিফিকেটধারীরাও শর্ত মেনে আবেদন করতে পারবেন।
দ্বৈত ভর্তি ও পূর্ববর্তী রেজিস্ট্রেশনের ব্যাপারে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ বা ২০২০-২৪ শিক্ষাবর্ষে কোনো স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) কোর্সে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তি হতে পারবেন না। তবে যদি পূর্বের ভর্তি বাতিল করে থাকেন, তবে আবেদন করার সুযোগ থাকবে। একই বা বিভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি ধরা পড়লে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩১০ আগস্ট ২০২৫আবেদনকারীরা ভর্তি ওয়েবসাইটের প্রফেশনাল ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে তথ্য পূরণ করতে পারবেন। আর কলেজগুলোকে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ভর্তি ওয়েবসাইটের কলেজ লগইন ব্যবহার করতে বলা হয়েছে।
আরও পড়ুনগ্লাসগো ইউনিভার্সিটিতে এমবিএ স্কলারশিপ৬ ঘণ্টা আগেআরও পড়ুনঅবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি ৫ ঘণ্টা আগে