সাত উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক
Published: 28th, June 2025 GMT
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সারাদেশ থেকে সাতজন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
প্রাইম ব্যাংক জানায়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক উদ্যোক্তা অংশ নেন। ব্যাংকের সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ৬ জন এসএমই উদ্যোক্তা এবং ১ জন কৃষি খাতের উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, নিয়োজিত জনবল, প্রাইম ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন ইত্যাদি মানদণ্ড এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ । মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার। আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও.
হাসান ও. রশীদ বলেন, ‘এসএমই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এ খাতের বিকাশ মানেই সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সমান সুযোগের সমাজ গঠন। প্রাইম ব্যাংক অনেকদিন ধরেই এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। ১৫০টিরও বেশি শাখা ও উপশাখার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে আছে। এ স্বীকৃতি উদ্যোক্তাদের আরও উদ্যমী করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার