জাতীয় নাগরিক পার্টি– এনসিপি সংসদে যাবে এবং সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘প্রতিবন্ধকতা এলেও আমরা থেমে নেই। বড় বড় দলের সামনে দাঁড়িয়ে গেছি। একটি দল গেছে, আরেকটি আমাদের ধরার জন্য অপেক্ষায় আছে। এ দেশে বুলেটের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। আগামীতে ব্যালটে বিপ্লব হবে। এ বিপ্লবে তরুণ প্রজন্মকে কোনো শক্তি প্রতিহত করতে পারবে না।’

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন নাসীরুদ্দীন। ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন নাসীরুদ্দীন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আমার বক্তব্যে যারা দুঃখ পেয়েছেন, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’ এ সময় স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে গণমাধ্যমে থাকা স্বৈরাচারের দোসরদের নির্বাচনের আগে বিচার করার দাবি জানান নাসীরুদ্দীন।

তিনি বলেন, আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনৈতিক খাতের লুণ্ঠনকারীদের বিচার করা হবে। সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অল্পকিছু মানুষ এ দেশের ৯০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। অর্থ দিয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা, ইম্পেরিয়াল গ্রুপের এমডি মাহবুবুর রহমান, লাইট অব হোপ এবং টোগোমোগোর প্রতিষ্ঠাতা ওয়ালীউল্লাহ ভূঁইয়া, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শিখোর সিইও শাহীর চৌধুরী, শেয়ার ট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, অ্যাডভোকেট হুমায়রা নূর প্রমুখ।

এসএমই খাতের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ফ্রেমওয়ার্ক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি-দাওয়া তুলে ধরেন অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ও এনসিপির এসএমই উইংয়ের সমন্বয়ক আশিকিন আলম।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প ন স র দ দ ন প টওয় র সমন বয়ক অন ষ ঠ ন এনস প র সরক র

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে

দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।

দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারে

নৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’

ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।

আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।

ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগে

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।

ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।

আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ