বেলফাস্টের বিভক্ত ইতিহাস, শোষণ আর সংগ্রামের মাটি থেকে উঠে এসেছেন তিন তরুণ—মো চারা, মোগলাই ব্যাপ আর ডিজে প্রোভাই। একসঙ্গে মিলে গড়ে তুলেছেন আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ। তাঁদের গান র‍্যাপ বিনোদন নয়, ইতিহাসের বিরুদ্ধে ছুড়ে দেওয়া প্রতিবাদ। গাজার আগ্রাসনের বিরুদ্ধেও শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছেন তাঁরা। এই প্রতিবাদই তাঁদের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের রোষানলে ফেলেছে। যুক্তরাজ্য সরকার তাঁদের একটি শিল্প অনুদান বাতিল করে। শুধু তা–ই নয়, ব্যান্ডের এক সদস্যের বিরুদ্ধে দায়ের করা হয় সন্ত্রাসবাদের মামলা। যুক্তরাষ্ট্রেও পারফরম্যান্সের সময় ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় তাঁদের ভিসা বাতিলের হুমকি আসে। কিন্তু নিক্যাপ এসব পাত্তা না দিয়ে তাদের প্রতিবাদ জারি রেখেছে।
ব্যান্ডটি সম্প্রতি আবার আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম বড় পারফর্মিং আর্টস উৎসব ‘গ্লাস্টনবারি’কে কেন্দ্র করে। উৎসবে তাদের অংশগ্রহণের বিরোধিতা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিক্যাপ উৎসবে অংশগ্রহণের ‘উপযুক্ত নয়’ বলে মন্তব্য করেন তিনি। তিনি ছাড়াও বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচসহ আরও কয়েকজন রাজনীতিক ব্যান্ডটিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। তবে আয়োজকেরা তা প্রত্যাখ্যান করেন। উৎসবের সহ-আয়োজক এমিলি ইভিস বিবিসিকে বলেন, ‘দর্শকদের জন্য দারুণ এক উৎসব আয়োজনের চেষ্টা করছি আমরা। এখানে সারা বিশ্বের শিল্পীরা অংশ নেন আর সবাইকে আমরা স্বাগত জানাই।’ এদিকে স্টারমারের কথার জবাবে ব্যান্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আসলে কী “উপযুক্ত নয়” জানেন কিয়ার? গণহত্যায় অস্ত্র পাঠানো।’

পশ্চিম বেলফাস্টের বিভক্ত ইতিহাস, শোষণ আর সংগ্রামের মাটি থেকে উঠে এসেছেন তিন তরুণ—মো চারা, মোগলাই ব্যাপ আর ডিজে প্রোভাই.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য ন ডট য ক তর

এছাড়াও পড়ুন:

অনেকেই অন্যকে নিয়ে ট্রল করতে বেশি আগ্রহী

প্রথম আলো:

শুনলাম ব্রাত্য বসুর সিনেমায় অভিনয় করবেন?

চঞ্চল চৌধুরী : ঠিকই শুনেছেন, ব্রাত্য বসুর নতুন একটি সিনেমায় অভিনয়ের চূড়ান্ত আলাপ আছে। এর বাইরে আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। অনেক দিন দেশের বাইরে আসা হয়নি। মাঝে ‘উৎসব’ মুক্তি পেয়েছে, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এবার এলাম ব্রাত্য বসুর সিনেমায় চুক্তিবদ্ধ হতে।

প্রথম আলো :

ছবিটি সম্পর্কে যদি কিছু বলতেন...

চঞ্চল চৌধুরী : আপাতত কিছুই বলা যাবে না। এটুকু বলতে পারি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে, নাম ‘শিকড়’। অক্টোবর থেকে শুটিং।

উৎসব সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া ‘মুক্তির উৎসব’ কাল
  • ট্রাম্পের শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের হীরার বাজারে ভারতের রাজত্ব কি ধসে পড়বে
  • কানাডার আন্তর্জাতিক উৎসবে ‘নয়া মানুষ’
  • অনেকেই অন্যকে নিয়ে ট্রল করতে বেশি আগ্রহী