কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা পাঁচ দিনেও হয়নি। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন তিনি। এরপর পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বলছে, ভুক্তভোগী মত বদলানোয় তার পরীক্ষা করা সম্ভব হয়নি।
   
এদিকে নিপীড়নের বিবস্ত্র দৃশ্য ধারণের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত এই ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিপীড়নের পর ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষায়। তবে প্রথমে কার আইডি থেকে এটি ছড়ানো হয়েছে সেটি সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি।
 
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান সমকালকে বলেন, মামলার শুনানির সময় ধর্ষণ করা হয়েছে কিনা এটা আদালতে প্রমাণ করতে হয়। শারীরিক পরীক্ষার সনদপত্র না পাওয়া গেলে বাদীর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার আশঙ্কা থাকে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান বলেন, ওই নারীকে ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে সবার সহযোগিতা জরুরি। নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলছি।
 
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করাতে চেষ্টা করেছি। তবে তিনি রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। 

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ফজর আলী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিডিও ভাইরালকাণ্ডে গ্রেপ্তার ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে। 

তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা বলছেন, ঘটনার রাতে ভুক্তভোগীর ঘরে ঢোকার পরই নিপীড়নের জড়িতরা তাদের মোবাইল ফোনের ক্যামেরা সচল করে। ওই নারী ও ফজর আলীকে মারধর করে তার ভিডিও ধারণ করে তারা। এই ঘটনায় ফজরের ভাই শাহ পরান ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা সুমন জড়িত ছিল। এছাড়া রমজান, অনিক, আরিফসহ ১৫-২০ জনের সংশ্লিষ্টতা মিলেছে। বিবস্ত্র করে নির্যাতনের সময় ওই নারী বাঁচার জন্য আহাজারি করতে থাকেন। এক পর্যায়ে ভুক্তভোগী চিৎকার করলে তাঁর মুখ চেপে ধরা হয়।
 
স্থানীয়দের কয়েকজনের ভাষ্য, ফজর আলী ও তার ভাইয়ের সুসম্পর্ক ছিল না। ঘটনার রাতে ওই নারীর বাড়িতে ভাই প্রবেশ করেন এটা দেখার পর অন্যদের ডেকে আনেন শাহ পরান। যাদের ডেকে আনা হয়েছিল তারাই ওই নারীকে নির্যাতন ও ভিডিও ধারণ করেছে।
 
সোমবার ভুক্তভোগী নারী সমকালকে জানান, তার পরিবার ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ দেয়। এই সূত্র ধরে তার সঙ্গে মাঝে মাঝে কথা হতো। তবে এটি পছন্দ করতেন না শাহ পরান। কয়েক দিন আগে তিনি তাদের বাড়িতে আসেন। এরপর তার মোবাইল ফোন দেখতে চান। তবে দিতে রাজি না হওয়ায় সেট কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন শাহ পরান। এই ঘটনায় পর ফজর আলীর কাছে তার ভাইয়ের বিরুদ্ধে বিচার দেন তিনি। এরপর শাহ পরানকে মারধর করেন ফজর। এর প্রতিশোধ নিতে ফজর আলী ও ভুক্তভোগীর ওপর নিপীড়ন চালানো হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ ম র দনগর শ হ পর ন ওই ন র পর ক ষ ঘটন র

এছাড়াও পড়ুন:

ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর

ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। 

সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।” 

আরো পড়ুন:

আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি: সুনীতা আহুজা

আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক

প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সান্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা। 

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান। 

প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • পিস্তল হাতকড়া ওয়াকিটকি নিয়ে জিপ-হাইয়েসে চলে যাওয়া ব্যক্তি কারা
  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • লালবাগে ছারপোকা মারার ওষুধের গ্যাসের প্রভাবে ব্যবসায়ীর মৃত্যু
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর