টপ এন্ড টি-টোয়েন্টিতে লড়বে পাকিস্তান ও বাংলাদেশ
Published: 1st, July 2025 GMT
আজ মঙ্গলবার (০১ জুলাই) উত্তর অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিয়েছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট। তারা নিশ্চিত করেছে ২০২৫ সালের ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে’ আবারও অংশ নিতে যাচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও বাংলাদেশ।
টানা তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় খেলতে নামবে পাকিস্তান শাহিনস (‘এ’ দল) । অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালে ফাইনালে হেরে যাওয়া আক্ষেপ এবার ঘোচাতে চায়, যেখানে তারা হেরে গিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে।
সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে এই দুই উপমহাদেশের অন্যতম শক্তিধর দল। আগামী ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। একই সঙ্গে এই ম্যাচ ঘিরে উদযাপন করা হবে পাকিস্তানের স্বাধীনতা দিবস। তাই এটিকে ধরা হচ্ছে বিশেষ ‘মার্কি’ ম্যাচ হিসেবে।
আরো পড়ুন:
অপেক্ষার অবসান, নাকি আরও বাড়বে?
৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা
এই সিরিজে এবার অংশ নিচ্ছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও। ফলে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের আয়োজনে রয়েছে দুইটি আইসিসি পূর্ণ সদস্য দেশ এবং একটি অ্যাসোসিয়েট সদস্য দেশের দল। আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সম্ভাবনা গড়ার মঞ্চে পরিণত হয়েছে এই আয়োজন।
প্রতিবারের মতো এবারও এই সিরিজে খেলবেন দুই দেশের উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়রা। বিদেশের পরিবেশে, অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে খেলে নিজেদের প্রস্তুত করার দারুণ সুযোগ পাবে তারা।
২০২৪ সালে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তরুণ পেসার রিপন মন্ডল ও স্পিনার রাকিবুল হাসান। যাদের ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। এছাড়া আলোচনায় ছিলেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছিলেন বিস্ফোরক ৫৩ বলে শতরানের ইনিংস।
অন্যদিকে পাকিস্তানের দিক থেকেও এই সিরিজে খেলতে এসেছিলেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা। উসমান খান, ইরফান খান, জাহানদাদ খান, আরাফাত মিনহাস ও রোহাইল নাজির। সবাই-ই টপ এন্ড টি-টোয়েন্টি খেলেই পরে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।
এবারের এই আয়োজন নিয়ে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, “পিসিবি ও বিসিবিকে আবারও ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তারা সত্যিকারের ক্রিকেট পরাশক্তি। এই সিরিজ শুধু খেলাধুলার নয়, বরং এটি আমাদের অঞ্চলের মানুষ, সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার একটি অসাধারণ প্ল্যাটফর্ম।”
তিনি আরও যোগ করেন, “পাকিস্তান ও বাংলাদেশ—এই দুটি দেশ মিলিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে। নেপালকে সঙ্গে নিয়ে আমরা এবার আরও বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছি যা ডারউইনকে গ্লোবাল মানচিত্রে একটি নতুন পরিচিতি দেবে।”
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, “টপ এন্ড টি-টোয়েন্টি আমাদের ক্যালেন্ডারে এখন খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলে আমাদের তরুণরা আন্তর্জাতিক মানে নিজেদের গড়ে তোলার সুযোগ পায়। এটি শুধু অংশগ্রহণ নয়, বরং উন্নয়নের একটি অংশ। বিশেষ করে ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচের দিকে আমরা তাকিয়ে আছি।”
পিসিবির অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ বলেন, “পাকিস্তান শাহিনস তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এটা আমাদের জন্য গর্বের। এখান থেকে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে এসেছেন, আন্তর্জাতিক মঞ্চে নাম লিখিয়েছেন। এ ধরনের টুর্নামেন্ট আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
সম্পূর্ণ সূচি ও ২০২৫ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া ১১টি দলের নাম পরবর্তী কয়েক সপ্তাহে ধাপে ধাপে প্রকাশ করা হবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এই স র জ আম দ র
এছাড়াও পড়ুন:
ন্যাশনাল হাউজিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের আর্থিকখাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
সোমবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০৩ টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯৫ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা