টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে।

আটক মৃদুল হাসান কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চলাকালে শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে মৃদুল হাসানকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো.

মজিবর রহমান বলেন, ‘ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। আমি নিজে মামলা দায়ের করছি।’

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, আটক মৃদুল হাসান পুলিশের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক, এমন মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। তিনি বলেছেন, তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে স্থগিত শান্তি আলোচনার মধ্যে পুতিন তার সর্বোচ্চ দাবির কোনোটিতেই পিছু হটছেন না। পুতিন আলোচনা চান না, তিনি ইউক্রেনের আত্মসমর্পণ চান।

ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার হামলা বৃদ্ধির পর স্থানীয় সময় আজ সোমবার তিনি এ কথা বলেন। বর্তমানে তিনি কিয়েভ সফরে আছেন। খবর এএফপির।

এদিকে, ইউরোপীয় দেশগুলো ও কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকার ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই ইউরোপ ও কানাডা মিলে ইউক্রেনকে ৩৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে, যা গত বছরের পুরো পরিমাণ ৫০ বিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত সামরিক সহায়তা তেমনভাবে শুরু না করলেও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি ‘প্যাট্রিয়ট’ প্রতিরক্ষাব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছেন।


ট্রাম্প জানান, কিছু সরঞ্জাম দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এগুলো খুবই দুর্লভ এবং বর্তমানে ইসরায়েলকেও সরবরাহ করা হচ্ছে।

রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে, অস্ত্র সরবরাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয়। শনিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সেই শর্ত পুনরায় উল্লেখ করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কাজে আসছে না ৫৩ লাখ টাকায় নির্মিত ন্যায়কুঞ্জ
  • ভরা মৌসুমেও ইলিশ সরবরাহ কম, দাম লাগামহীন
  • এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
  • নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
  • ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
  • ২৩ ধরনের ওষুধ সরবরাহ বন্ধ
  • পাইপলাইনে তেল পরিবহন শুরু চলতি মাসেই
  • ‘পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক’
  • অত্যাবশ্যক পরিষেবা ঘোষণা কী, আন্দোলন থামাতে এটা কীভাবে কাজ করে