প্রতিবন্ধকতা জয় করে তুলির আঁচড়ে জীবন চলে তমজিদের
Published: 6th, July 2025 GMT
তমজিদ উদ্দিন কথা বলতে পারেন না, শোনেন না কানেও। চল্লিশ ছুঁই ছুঁই এই প্রতিবন্ধী ব্যক্তির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবু চমৎকার ছবি আঁকেন, নিখুঁত বিন্যাসে ব্যানার-পোস্টার ও দেয়ালিকা লেখেন। এভাবে যা আয় হয়, তা দিয়ে সংসার চালান। দরিদ্র পরিবারে জন্ম হলেও তমজিদ উদ্দিন কারও বোঝা হতে চাননি। তাঁর দাবি, নিজের চেষ্টায় এই দক্ষতা অর্জন করে দুই যুগ ধরে কাজটি করে যাচ্ছেন।
তমজিদ উদ্দিনের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার বাঁশরী গ্রামে। একই গ্রামের মৃত শামছুল ইসলাম ও শাহেরা আক্তার দম্পতির পঞ্চম সন্তান তিনি। বর্তমানে মদন পৌর শহরের শ্যামলী এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে থাকেন তমজিদ। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তমজিদ উদ্দিনের সংসার। তাঁর স্ত্রীও বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। ছয় বছরের বড় মেয়ে তমা আক্তার স্থানীয় একটি স্কুলে পড়াশোনা শুরু করছে। মেজ মেয়ের বয়স চার আর ছেলের বয়স দুই বছর।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও তমজিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তমজিদ উদ্দিনের বয়স যখন আড়াই বছর, তখন তাঁর একবার টাইফয়েড জ্বর হয়। সেই থেকে তিনি বাক্ ও শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় ওই সময় চিকিৎসা করানো সম্ভব হয়নি। ফলে এসব শারীরিক সমস্যা সঙ্গে করেই বেড়ে ওঠেন তিনি। সমবয়সীদের স্কুলে যেতে দেখে তাঁর ইচ্ছা জাগলেও শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যের কারণে পেরে ওঠেননি। মাত্র আট বছর বয়সে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে কাজ শুরু করেন। সেখানে বঞ্চনা সহ্য করতে না পেরে পরে কাঠের আসবাব তৈরির একটি দোকানে কাজে যোগ দেন। কিন্তু সেখানেও প্রতিবন্ধকতার কারণে ক্রেতাদের অবহেলার পাত্র হতে হয়। বছর পাঁচেক পর মনঃকষ্টে সেখান থেকে বাড়ি ফিরে আসেন।
এর মধ্যে অবাক করার মতো একটি ঘটনা ঘটে বলে দাবি করেন তমজিদের বড় ভাই তৌহিদ মিয়া। তিনি বলেন, তমজিদের বয়স যখন প্রায় ১৫, তখন এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন। এরপর শুরু করেন কান্না। পরদিন সকালে তাঁর প্রতিবেশী এক বন্ধুর কাছ থেকে কাগজ-কলম এনে বাড়িতে বসে ছবি আঁকা শুরু করেন তমজিদ। এর কিছুদিন পর থেকে নিজে নিজেই বাংলা লেখা শুরু করেন। এমন প্রতিভা দেখে পরিবারের লোকজন তাঁকে রংতুলি কিনে দেন। এর পর থেকে তমজিদ দক্ষতার সঙ্গে রংতুলির কাজ করে যাচ্ছেন।
সপরিবারে তমজিদ উদ্দিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: তমজ দ র ন তমজ দ পর ব র র বয়স
এছাড়াও পড়ুন:
সমাবেশ সফল করতে বন্দরে ইসলামী আন্দোলনের গণসংযোগ
আগামী ১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর উদ্যোগে সমাবেশের অনুষ্ঠিত হবে। সমবেশ সফল করতে রবিবার বিকাল ৫টায় বন্দরে গণসংযোগ করেন মুফতি মাসুম বিল্লাহ সহ নগর ও থানার নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সংস্কার, বিচার ও পিআর-এর দাবিতে আগামী ১৮ জুলাই সমাবেশ অনুষ্ঠিত হবে। তাছাড়াও জুলাই-আগস্ট মাসে আন্দোলনকারী আহত ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করতে সকলকে আহবান জানান।
তিনি আরও বলেন, বন্দর থানা সভাপতি মামুন ভাইয়ের উপর নির্মম হামলার নিন্দা জ্ঞাপন করে বলেন, অতি দ্রুত আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে।