কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে তিন বছরের মেয়েকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া শিশুর নাম কানিজ ফাতিমা জুতি (৪)। অভিযুক্তের নাম আমান উল্লাহ (৩৪)। তিনি একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

আরো পড়ুন:

গাজীপুরে চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে যুবক খুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ 

নিহতের মা জোসনা আক্তার জানান, তিনি পাশের বাড়িতে কাজে গিয়েছিলেন। কিছুক্ষণ পর অন্য সন্তানরা তাকে গিয়ে জানায়, লোহার রড দিয়ে সন্তানদের তাড়িয়ে দিচ্ছে ওদের বাবা। তিনি বাড়িতে ফিরে এসে একটি ছাগল ও তার ছোট মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

তিনি লোকজন ডাকতে গেলে আমান উল্লাহ মেয়ের লাশ খালের পানিতে ভাসিয়ে দেন। পরে তিনি ঘরে ফিরে খাটের নিচে লুকিয়ে ছিলেন। রক্তের দাগ অনুসরণ করে খাল থেকে মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। পরে তারা আমান উল্লাহকে ধরে পুলিশে সোপর্দ করেন। আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আমান উল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তারেকুর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক অভ য গ মরদ হ

এছাড়াও পড়ুন:

মুখ ঢেকে উদ্‌যাপন করছেন কে

রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ