আশুরা মানেই শেষ রক্তবিন্দু দিয়ে ন্যায়ের পথে অবিচল থাকা। আজীবন অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে সাহসিকতার সঙ্গে লড়াই করতে শেখায় আশুরা। 

প‌বিত্র আশুরা উপল‌ক্ষে জাতীয় পা‌র্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দের এক বিবৃ‌তি‌তে একথা ব‌লেন। 

তি‌নি বলেন, ‘‘পৃথিবীর ইতিহাসে ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার মাঠে প‌রিবারসহ ইমাম হোসাই‌নের জীবন দেওয়ার ত্যাগ সমুজ্জল হয়ে থাকবে।’’

আরো পড়ুন:

২৮ জুন বিকল্প স্থানে কাউন্সিলের আহ্বান শীর্ষ‌ নেতা‌দের

বা‌জেট পর্যা‌লোচনা ক‌রে প্রতিক্রিয়া জানা‌বে জাপা

শোকাবহ এই দিনে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

গোলাম মোহাম্মদ কাদের ব‌লেন, ‘‘ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সাঃ)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচর বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে ‌নির্মমভা‌বে শাহাদাত বরণ করেন। হিজরী ৬১ সালের ১০ মহররম মা‌সের এ দিন‌টিতে এই হৃদয় বিদারক ঘটনা ঘ‌টে‌ছিল। এটি বেদনাবিধুর শোকাবহ ঘটনা। তারপর থেকেই দিন‌টি মুসলমান‌দের কা‌ছে প‌বিত্র আশুরা ব‌লে প‌রি‌চিত। দিন‌টি‌তে আরও অনেক ঐ‌তিহা‌সিক ঘটনাবলি র‌য়ে‌ছে। কিন্তু তারপরও ইমাম হোসাই‌নের শাহাদ‌তের স্মর‌ণে মুসলমানরা প‌বিত্র আশুরার দিন‌টি অত্যন্ত গুরত্ব দি‌য়ে শোকের স‌ঙ্গে পালন ক‌রেন। 

অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেক বীর‌দের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের রফ‌য়ে দারাজাত কামনা ক‌রে‌ছেন জিএম কা‌দের।

ঢাকা/নঈমুদ্দীন// 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ