বয়স বিবেচনায় কয়েক দিন আগে আচমকা ঘোষণা দিয়েছেন উত্তরসূরি রেখে যাবেন। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় তিব্বতিরা নতুন দালাই লামা পাচ্ছেন। কিন্তু তিব্বতিদের এই ধর্মগুরু গতকাল শনিবার বলেছেন, আরও চার দশক বাঁচবেন বলে আশাবাদী তিনি।

দালাই লামা এর আগে নিজের আয়ুষ্কাল নিয়ে একটা অনুমানের কথা সবাইকে জানিয়েছিলেন। সেবার তিনি বলেছিলেন, অন্তত ১১০ বছরের একটা জীবন হবে তাঁর। কিন্তু উত্তরসূরি–সংক্রান্ত ঘোষণার পর জানালেন, ১৩০ বছর বয়স হওয়ার পরও বেঁচে থাকার বিষয়ে তিনি বেশ আশাবাদী।

আজ রোববার (৬ জুলাই) ৯১ বছরে পদার্পণ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী দালাই লামা। জন্মদিনের প্রাক্কালে তাঁর দীর্ঘ আয়ুষ্কাল কামনা করে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভক্তদের সামনে নিজের আয়ুষ্কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এ কথা বলেন দালাই লামা। তবে গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দালাই লামা ১১০ বছর বাঁচবেন বলে মন্তব্য করেছিলেন।

গতকাল প্রার্থনার ফাঁকে দালাই লামা ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি এ পর্যন্ত বৌদ্ধধর্ম ও তিব্বতের সব প্রাণীর বেশ ভালোভাবে সেবা করতে পেরেছি। এরপরও ১৩০ বছরের বেশি বাঁচতে চাই।’ এ কথা শুনে ভক্ত–অনুরাগীরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

উত্তর ভারতের রাজ্য হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে গতকাল এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। ১৯৫৯ সালে চীনে মাও সে–তুংয়ের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর চতুর্দশ দালাই লামা ধর্মশালায় নির্বাসনে যান। এর পর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। গতকাল ধর্মশালায় একটি বৌদ্ধমন্দিরে সেই বিশেষ আয়োজনে প্রায় দেড় ঘণ্টার মতো প্রার্থনা করেন তিনি।

সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিব্বতিদের ধর্মগুরুর দায়িত্বে থাকা দালাই লামা ভক্তদের উদ্দেশে তিব্বতি ভাষায় বলেন, ‘আমরা আমাদের দেশ হারিয়ে ভারতে নির্বাসিত জীবন যাপন করছি। কিন্তু এরপরও আমি অনেক প্রাণীর উপকার করতে পেরেছি। তাই ধর্মশালায় বসবাস করে এখান থেকেই আমি যত দূর সম্ভব প্রাণিকূল ও ধর্মের সেবা করে যেতে চাই।’

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। বুধবার তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন। ধারণা করা হচ্ছে, আজ নিজের জন্মদিনে উত্তরসূরি বেছে নেবেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল বছর র

এছাড়াও পড়ুন:

আরও ৪০ বছর বাঁচতে চান ৯০ বছরের দালাই লামা

বয়স বিবেচনায় কয়েক দিন আগে আচমকা ঘোষণা দিয়েছেন উত্তরসূরি রেখে যাবেন। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় তিব্বতিরা নতুন দালাই লামা পাচ্ছেন। কিন্তু তিব্বতিদের এই ধর্মগুরু গতকাল শনিবার বলেছেন, আরও চার দশক বাঁচবেন বলে আশাবাদী তিনি।

দালাই লামা এর আগে নিজের আয়ুষ্কাল নিয়ে একটা অনুমানের কথা সবাইকে জানিয়েছিলেন। সেবার তিনি বলেছিলেন, অন্তত ১১০ বছরের একটা জীবন হবে তাঁর। কিন্তু উত্তরসূরি–সংক্রান্ত ঘোষণার পর জানালেন, ১৩০ বছর বয়স হওয়ার পরও বেঁচে থাকার বিষয়ে তিনি বেশ আশাবাদী।

আজ রোববার (৬ জুলাই) ৯১ বছরে পদার্পণ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী দালাই লামা। জন্মদিনের প্রাক্কালে তাঁর দীর্ঘ আয়ুষ্কাল কামনা করে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভক্তদের সামনে নিজের আয়ুষ্কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এ কথা বলেন দালাই লামা। তবে গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দালাই লামা ১১০ বছর বাঁচবেন বলে মন্তব্য করেছিলেন।

গতকাল প্রার্থনার ফাঁকে দালাই লামা ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি এ পর্যন্ত বৌদ্ধধর্ম ও তিব্বতের সব প্রাণীর বেশ ভালোভাবে সেবা করতে পেরেছি। এরপরও ১৩০ বছরের বেশি বাঁচতে চাই।’ এ কথা শুনে ভক্ত–অনুরাগীরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

উত্তর ভারতের রাজ্য হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে গতকাল এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। ১৯৫৯ সালে চীনে মাও সে–তুংয়ের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর চতুর্দশ দালাই লামা ধর্মশালায় নির্বাসনে যান। এর পর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। গতকাল ধর্মশালায় একটি বৌদ্ধমন্দিরে সেই বিশেষ আয়োজনে প্রায় দেড় ঘণ্টার মতো প্রার্থনা করেন তিনি।

সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিব্বতিদের ধর্মগুরুর দায়িত্বে থাকা দালাই লামা ভক্তদের উদ্দেশে তিব্বতি ভাষায় বলেন, ‘আমরা আমাদের দেশ হারিয়ে ভারতে নির্বাসিত জীবন যাপন করছি। কিন্তু এরপরও আমি অনেক প্রাণীর উপকার করতে পেরেছি। তাই ধর্মশালায় বসবাস করে এখান থেকেই আমি যত দূর সম্ভব প্রাণিকূল ও ধর্মের সেবা করে যেতে চাই।’

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। বুধবার তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন। ধারণা করা হচ্ছে, আজ নিজের জন্মদিনে উত্তরসূরি বেছে নেবেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ