জীববৈচিত্র্য, প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাখি। একটা সময় ছিল যখন শহরের আশপাশের গ্রামে নানা প্রজাতির পাখির দেখা মিলত। সময়ের সঙ্গে পাখি হারিয়ে যেতে বসেছে। পাখির বংশ বিস্তার এবং নিরাপদ আশ্রয় গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ‘প্রকৃতির জন্য ভালোবাসা’ স্লোগানে কুষ্টিয়ায় মাসব্যাপী পাখির নিরাপদ কৃত্রিম আবাসস্থল স্থাপন (বাঁশের হাড়ি) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়ার অর্থায়নে রবিবার (৬ জুলাই) সকালে শুরু হওয়া এ কর্মসূচি মাসব্যাপী চলবে।
কুষ্টিয়া র্যাব-১২ এর কার্যালয়ের গাছে গাছে বাঁশের হাড়ি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী কর্মসূচিতে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাব উদ্দিন মিলনের সভাপতিত্বে অতিথি ছিলেন র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুদীপ্ত সরকার। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দপ্তর সম্পাদক মীর কুশল।
আরো পড়ুন:
তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় ২ মামলা
‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে পাখিদের আবাসন ধ্বংস হচ্ছে’
এ সময় শাহাব উদ্দিন মিলন বলেন, ‘‘পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার উপর জোর দিয়েছেন প্রকৃতি বিশেষজ্ঞরা। নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্যের অভাবে পাখির সংখ্যা দিন দিন কমছে। বর্তমানে দেশে বড় গাছের সংখ্যা কমে যাওয়ায় পাখিরা বাসা বাঁধার স্থান পাচ্ছে না। পাখিদের বাচ্চা দেয়ার সময় বড় বড় গাছ না থাকায় ওরা দিশেহারা হয়ে পড়ে। প্রকৃতির সন্তানদের রক্ষা করতে বাসা বাঁধা শুরু হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘গত ১৬ বছর নিজেরা অর্থ খরচ করে গাছে গাছে বাঁশের তৈরি হাড়ি বেঁধে পাখির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’’ এ সময় সংগঠনের সদস্য আকাশ আহমেদ, নয়ন, সেলিম, আনাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য প রক ত
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত