টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর বৃহস্পতিবার রাত থেকে রবিবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত নোয়াখালীতে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। একই সাথে ঝলমলে রোদে স্বস্তি ফিরে এলেও সৃষ্ট জলাবদ্ধতার পানি ধীর গতিতে নামায় ভোগ করছে ভোগান্তি।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে মোটামুটি একটি স্বস্তি দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের প্রবণতা আরও কমতে পারে বলে জানান তিনি।

বৃষ্টিপাত কমলেও এখনো জেলার নিন্মাঞ্চল ও শহরের বেশিরভাগ এলাকায় এখনো পানি জমে রয়েছে। পানি ধীর গতিতে নামায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টির ফলে জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিলো। জলাবদ্ধতায় ৪৬ হাজার ৭০টি পরিবারের প্রায় ২ লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭টি বসতঘর।

সরেজমিনে জেলা শহর ঘুরে দেখা যায়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সড়ক, পুলিশ সুপার কার্যালয়, গণপূর্ত কার্যালয়, শিক্ষা প্রকৌশল কার্যালয়, স্থানীয় সরকার কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়, সড়ক ও জনপথ অফিস, নোয়াখালী প্রেসক্লাব সড়ক, জেলা জজ কোর্ট সড়ক, জর্জ কোর্ট ভবন, মাইজদী স্টেশন সড়ক, জেলা শিল্পকলা একাডেমি সড়ক, হাকিম কোয়ার্টার, আল ফারুক একাডেমি সড়ক, হরিজন পল্লী, পূর্ব লক্ষীনারায়ণপুর, জেল রোড, নোয়াখালী সরকারী কলেজ রোড, খন্দকার পাড়া, ষ্টেডিয়াম পাড়া, পূর্ব মাইজদী সড়ক, দেবালয় পাড়াসহ শহরের প্রায় প্রতিটি অলিগলিতে এখনো পানি রয়েছে। 

এসব এলাকায় এখনো রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে। আশপাশের বাসাবাড়িতেও পানি রয়েছে। টানা বৃষ্টির বিরতিতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতার পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ফলে শহরের বাসিন্দারা ভোগান্তিতে রয়েছে।

জেলা শহরের বাসিন্দা আনিসুর রহমান বলেন, “জলাবদ্ধতায় নোয়াখালীর মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি, রান্নাঘর, পুকুর সবই পানিতে সয়লাভ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অলিগলিতে যানবাহন আসতে চায় না।”

মাইজদী হাউজিং এলাকার আজাদ রহমান বলেন, “বাজারে যাওয়ার জন্য বাসার বাইরে এসে দাঁড়িয়েছি প্রায় এক ঘণ্টার উপরে। রিকশা পাচ্ছি না। সড়কে পানি, তার উপর ভাঙ্গা। চালকরা আসতে চায় না।”

মোশারফ হোসেন নামে আরেকজন বলেন, “শহরের পানি প্রবাহের পথগুলো বন্ধ। খাল-নালা অবৈধ দখলে। দখলমুক্ত করতে হবে এগুলো। শহরের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত পুরোনো। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আধুনিক করতে হবে।”

জেলা ত্রাণ কর্মকর্তা মো.

মাসুদুর রহমান বলেন, “পাঁচটি উপজেলায় ৩৩টি আশ্রয় কেন্দ্রে এখন ১ হাজার ৫৬ জন মানুষ আছে। দুর্গতদের চিকিৎসায় ২৯টি টিম কাজ করছে। ৭২৬০ হেক্টর ফসলের মাঠ পানিতে তলিয়ে আছে। ৮৭২০টি গবাদি পশু ক্ষতির শিকার হয়েছে। প্রায় ৪০,০০০ মাছের খামার জলাবদ্ধতার কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। গত দুইদিন বৃষ্টি না হয় পরিস্থিতি উন্নতির দিকে। যেখানে যেখানে এখনো জলবদ্ধতা রয়েছে সেখানে আমরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পানি চলাচলের পথগুলো সচল করতে কাজ করছেন। উপজেলাগুলোতে প্রশাসন কাজ করে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বৃষ্টি না হলে জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।”

ঢাকা/সুজন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বস ত ন বল ন উপজ ল শহর র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ