বিমানবন্দর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Published: 13th, July 2025 GMT
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের চাচাতো ভাই হাসান আল আরিফ বলেন, আশরাফুল গাজীপুর থেকে ঢাকায় এসেছিলেন মোতালেব প্লাজায় মুঠোফোন কেনা বা মেরামতের কাজে। কাজ শেষে বন্ধুদের সঙ্গে দেখা করে রাতে মোটরসাইকেল চালিয়ে গাজীপুরে ফেরার পথে বিমানবন্দর এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ও ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বিমানবন্দর থানা–পুলিশ আশরাফুলকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
আশরাফুল আলম গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। তিনি দেড় বছর বয়সী এক সন্তানের বাবা ছিলেন। ‘কলসানট্যান্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক খায়রুল বাশার বলেন, অজ্ঞাত পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ ধরায় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেছেন, বুধবার ভোরে সদরপুর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি জানান, অভিযানকালে জব্দ করা ২০ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যামপুর মাদ্রাসা এবং দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/তামিম/রফিক