কনসার্টে আসা মানুষের সঙ্গে ‘যোগ’ দিল ভালুক
Published: 13th, July 2025 GMT
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সম্প্রতি বন্য প্রাণীর সঙ্গে মানুষের মিলেমিশে থাকার অদ্ভুত এক নজির স্থাপিত হয়েছে। গত সপ্তাহে অঙ্গরাজ্যের মরিসনে এ ঘটনা ঘটেছে। রাজ্যের রেড রকস অ্যামফিথিয়েটারের সামনে কনসার্টে ঢোকার জন্য দর্শকেরা অপেক্ষা করছিলেন। এমন সময় সেখানে আকস্মিকভাবে দুটি ভালুক উপস্থিত হয়। দর্শকেরা মজা করে বলছেন, তারা কি সংগীতপ্রিয় মানুষের মতো ‘সংগীতের প্রতি আকৃষ্ট’ হয়ে সেখানে গেছে।
কলোরাডোর মরিসনে অবস্থিত ওই ঐতিহাসিক রেড রকস ভেন্যুর সামনে ‘ইনটু দ্য ওয়াইল্ড ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে চলছিল যুক্তরাষ্ট্রের গায়ক রসেল জেমস ভিটালের একক কনসার্ট, যা সংক্ষেপে রাস শো হিসেবে পরিচিত। এতে অতিথি শিল্পী ছিলেন বিগ সিয়ান ও সাবরিনা ক্লাউডিও।
কনসার্টে ঢোকার জন্য দর্শকেরা ভেন্যুর সামনে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় দুটি ভালুক অনেকটা নির্ভয়ে মানুষের কাছাকাছি চলে আসে।
ভেন্যুর কর্মী জন অ্যামান্ডসনের তোলা একটি ছবিতে দেখা যায়, একটি ভালুক একটি মোড় ঘুরে মানুষের সারির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভালুক দুটি মোটেও আগ্রাসী ছিল না; বরং শান্ত ছিল এবং পরস্পরের সঙ্গে খেলাধুলা করছিল। জন বলেন, ‘তারা পালিয়ে না গিয়ে রাস্তা পার হয়েছিল। এ সময় তাদের দেখে (দর্শকদের) সবাই শান্ত ছিল। ভালুকদের দেখে খুব একটা বিরক্তও হয়নি।’
এক দর্শক কাছাকাছি অবস্থান থেকে ভালুকদের ভিডিও ধারণ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই জায়গায় ভেন্যুর বাইরে ভালুক দেখার এটাই প্রথম ঘটনা বলে জানান জন।
রেড রকসের কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ভেন্যু পার্কল্যান্ড (সবুজ স্থান বা পার্ক এলাকা) এবং ট্রেইল (হাঁটার বা সাইকেল চালানোর রাস্তা) দিয়ে ঘেরা। তাই বছরের যেকোনো সময় এখানে নানা প্রাণী দেখতে পাওয়া যায়। আমরা সবাইকে বন্য প্রাণীদের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করি। প্রয়োজনে সাহায্যের জন্য পার্ক রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করতে বলি।’
রেড রকসের বিশেষ পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এই ঘটনা বিস্ময়কর। পাশাপাশি এটা স্মরণ করিয়ে দেয়, আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি যত্নবান হওয়া গুরুত্বপূর্ণ। ভালোবাসা, গান আর প্রকৃতির মেলবন্ধনই যেন এই ভেন্যুর আসল রূপ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনস র ট
এছাড়াও পড়ুন:
১০টি ছবিতে সুনেরাহর হাওর ও সমুদ্রভ্রমণ
২ / ১০কাজের ফুরসতে অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন সুনামগঞ্জের হাওরে। ফেসবুক ও ইনস্টাগ্রামে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে